প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা সংশোধনের দাবীতে বাগদা বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত ব্যাক্তিদের স্থলে দোতলা তিনতলা বাড়ি রয়েছে এমন পরিবারের নাম রয়েছে ঘরের তালিকায়। এই তালিকা সংশোধন করে ঘর পাওয়ার উপযুক্ত পরিবারের নাম অন্তর্ভুক্ত করার দাবী সহ গুরুত্বপুর্ণ ১১ দফা দাবী করে গত কাল বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এক ডেপুটেশন প্রদান করেন বিজেপি।
দাবী সমূহ যথাক্রমে – ১। প্রধানমন্ত্রী আবাস যোজনা এই তালিকা বাতিল করে সঠিক ভাবে তদন্ত করে নতুন লিষ্ট তৈরি করা হোক। ২। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সাড়াহাটি আদিবাসি পাড়া হতে খড়ের মাঠ পর্যন্ত পাকা রাস্তা তৈরি করতে হবে। ৩। মালিপোতা পঞ্চায়েতের নাটাবেড়িয়া থেকে আইসমালী পর্যন্ত রাস্তার সংস্কার করতে হবে।
৪। কনিয়ারা-২ বাজার হতে পারমাদন পর্যন্ত রাস্তার সংস্কার করতে হবে। ৫। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের চেঙা বটতলা থেকে আমডোব রাস্তার কাজ বন্ধ হয়ে আছে সেই রাস্তার কাজ শুরু করতে হবে। ৬। বাগদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোনচাপোতা হতে বাকসা হাইস্কুল পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে। ৭। রণঘাট গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কোলা গ্রাম থেকে হরিহর গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে।
৮। হুদার বাঁশের সাকোর পরিবর্তে কংক্রিট ব্রীজ করতে হবে। ৯। ঝুপার প্রাইমারি স্কুল থেকে গোবিন্দ পুর বাজার পর্যন্ত পাকা রাস্তা তৈরি করতে হবে। ১০। বয়রা পঞ্চায়েত রামনগর থেকে ঝাউখালি পর্যন্ত পাকা রাস্তা তৈরি করতে হবে। ১১৷ অবিলম্বে সমস্ত গ্রাম সভার প্রশাসনিক বৈঠক বাতিল করতে হবে।
সেই সাথে আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে অবাদ ও সুষ্ঠ ভাবে হয় সেই ব্যবস্থা করবার জন্য আবেদন অনুরোধ করা হচ্ছে। বিজপি নেত্রবৃন্দ বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে উক্ত বিষয় গুলি সঠিক তদন্ত পূর্ব্বক প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ জানান। অন্যথায় ভারতীয় জনতা পাটি এলাকার মানুষকে সাথে নিয়ে গন আন্দোলন করতে বাধ্য থাকবে বলেও হুশিয়ারী দেন।