প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপ্তিতে দুর্নিতির অভিযোগে বিডিওকে ডেপুটেশন দিতে এসে অবস্থান ধর্মঘট ও পথ অবরোধে কংগ্রেসের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ জাতীয় কংগ্রেসের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে বিডিও অফিসে অবস্থান ধর্মঘট পথ অবরোধের মত ঘটনা ঘটলো বাগদায়।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নিয়মানুযায়ী লিখিত ভাবে আগেই বিডিও সাহেবের নিকট থেকে অনুমতি প্রাপ্ত হয়ে নির্ধারিত সময়ে তাঁর দপ্তরে ডেপুটেশন জমা দিতে এলে এক মিটিং এর অজুহাতে কংগ্রেসের ডেপুটেশন জমা নিতে গড়িমসি করেন বিডিও সাহেব।
এই ঘটনার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসের সামনে অবস্থান ধর্মঘট, বিডিও মোড়ে পথ অবরোধ সহ বাগদা পুরাতন বাজারে সান্ধ্যকালীন পথ সভাও করে।
যদিও জয়েন্ট বিডিও সাহেব ও পরে বিডিও সাহেব কংগ্রেসের ডেপুটেশন জমা নিতে গড়িমসির অভিযোগ উঁড়িয়ে দিয়ে বলেন, তিনি ডি.এম সাহেবের সাথে একটা গুরত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং এ ব্যস্ত থাকার কারনে এই দেরী হয়েছে, ইচ্ছা করে এমনটা করা হয়নি বলে জানান।
বিডিও অফিস সূত্রে জানা গেছে, বিডিও সাহেব ডি.এম সাহেবের সাথে গুরত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং এ আটকে পড়ার কারনে জয়েন্ট বিডিও সাহেব ডেপুটেশন গ্রহন করতে চাইলেও কংগ্রেস নেতৃত্ব নাকি তা জমা দিতে চাননি। পরে বিডিও সাহেব মিটিং সেরে অফিসে ফেরার পর সন্ধ্যার সময়ে কংগ্রেস নেতৃত্ব পথ অবরোধ তুলে দিয়ে পুনরায় এসে বিডিও সাহেবের নিকটেই ডেপুটেশন জমা দেন।