বিডিও অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে অবস্থান ধর্মঘট ও পথ অবরোধ করলো কংগ্রেস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : জাতীয় কংগ্রেসের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে বিডিও অফিসে অবস্থান ধর্মঘট পথ অবরোধ করলো ব্লক কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, নিয়মনুযায়ী লিখিত ভাবে আগে বিডিও সাহেবের নিকট থেকে অনুমতি প্রাপ্ত হয়ে
নির্ধারিত সময়ে তাঁর দপ্তরে ডেপুটেশন জমা দিতে এলে এক মিটিং এর অজুহাতে কংগ্রেসের ডেপুটেশন জমা নিতে গড়িমসি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরুপ জাতীয় কংগ্রেসের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও অফিসে অবস্থান ধর্মঘট ও বিডিও মোড়ে পথ অবরোধ করেন।
কংগ্রেস নেতৃত্ব সুত্রে জানা গেছে পথ অবরোধ চলাকালে বিডিও সাহেব অফিসে এসেছেন এবং তাদের ডেপুটেশন নিতে চেয়েছেন এমন খবর পেয়ে তারা অবরোধ তুলে বিডিও অফিসে ফিরে ডেপুটেশন প্রদান করেন।
ডেপুটেশন শেষে বাগদা পুরাতন বাজারে এসে সান্ধ্যকালীন পথসভা করে কংগ্রেস। নেতৃত্ব দেন ব্লক সভাপতি প্রবীর কীর্ত্তনীয়া, মদন উকিল, আনোয়ার হোসেন প্রমূখ।