আন্তঃ কলেজ তাইকন্ডো প্রতিযোগিতায় আবারও উজ্জ্বল হল হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মুখ
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ ষ্টেট ইউনিভার্সিটির আন্তঃ কলেজ তাইকন্ডো প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ ষ্টেট ইউনিভার্সিটি, বারাসত দ্বারা আয়োজিত হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গনে
গত ১৯ শে ডিসেম্বর ২০২২ ইং সনে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় হেলেঞ্চা কলেজের মোট ১৮ জন পুরুষ ও ২৮ জন মহিলা মিলে অন্যান্য কলেজ থেকে মোট ৪৬ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ গ্রহন করে বলে কলেজ সূত্রে জানা গেছে।
এই প্রতিযোগীতায় হেলেঞ্চা কলেজের ছাত্র ছাত্রীরা ১টি সোনা, ১টি রূপা, ৩টি ব্রোঞ্জ পদক জিতে কলেজের মুখ উজ্জ্বল করে। এই অনুষ্ঠানটি যে সকল বিশিষ্ট জনের উপস্থিতিতে সমৃদ্ধ হয় তাঁদের মধ্যে অন্যতম
কলেজটির উন্নয়নের কারিগর সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ ডঃ চিত্তরঞ্জন দাস, তিনজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা যথাক্রমে ডঃ মৃণাল নন্দী (পর্যবেক্ষক), জয়ন্ত বাউলিয়া এবং অশোক কেআর মুখার্জি।