যীশু হল বেলুড় মঠের মত বাগদার চেঙা চাঁদপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রতি বছরের মত এই বছরের ২৪শে ডিসেম্বর সন্ধ্যা আরতির পর যীশুর ছবি সাজিয়ে পূূজা ও আরাধনা করা হল বাগদার চেঙা চাঁদপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। যিশু পুজোর পর উপস্থিত ভক্ত বৃন্দের মধ্যে প্রসাদ বিতরন করা হয় বলে জানা গেছে।
একই দিনে চিরচারিত রীতি মেনে প্রতি বছরই মহাসমারোহে বেলুড় মঠে যীশু পুজো হয়ে থাকে। সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যীশুর ছবির সামনে ফুল, মালা, ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা করা হয়। যীশু পূজো ও আরোধনা শেষে কেক, চকলেট, মিষ্টি, প্রসাদ ইত্যাদি নিবেদন করা হয় বলে জানা গেছে।