সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো বাগদা পূর্ব ও পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাগদা পুরনো বাজার সংলগ্ন বাগদা প্রাইমারি স্কুলের মাঠে বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেস নেতৃত্ব এক গুচ্ছো কর্মসূচী গ্রহন করে।
কর্মসূচী গুলোর মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, রক্তদান শিবির, দলীয় নেতৃবৃন্দের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে দলীয় পতাকা উত্তোলন করেন, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিত দাস সহ স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতৃত্ব।
রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যাও ছিল চোখে পড়ার মত। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার অসংখ্য দর্শক শ্রোতার উপস্থিতি পরিলক্ষিত হয়।
একই দিনে বাগদা পশ্চিম ব্লক তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকেও দিবসটি উদযাপিত হয় বলে জানা গেছে।