৩ দিন ব্যাপী হীরক জয়ন্তী উৎসব পালিত হল ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠ (উঃমাঃ)-এ
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠ (উঃমাঃ)-এ ৩ দিন ব্যাপী উদযাপিত হল হীরক জয়ন্তী উৎসব-২০২৩।
অনুষ্ঠান সূচীতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, অতিথি বরণ, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা উদ্বোধনী সঙ্গীত, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ভূমি ও অর্থদাতাদের নামের ফলক উন্মোচন, বিদ্যালয়ের স্মৃতি চারণ, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বরণ, শুভেচ্ছা জ্ঞাপন, পুনর্মিলন,
স্বাস্থ্য শিবির ও সচেতনতা মূলক অনুষ্ঠান, পাঠ্য পুস্তক বিতরণ, বসে আঁকো, ক্যুইজ, পুতুল নাচ, জাগলিং, ম্যাজিক শো, নাটক, মূকাভিনয়, ব্যান্ড শো, আতসবাজি ইত্যাদি। অনুষ্ঠাটি গত ১লা জানুয়ারী থেকে শুরু হয় এবং ৩রা জানুয়ারী সমাপ্ত হয়।