জেলার খবর

স্কুলের ৭৫ তম বর্ষপূতি উৎসবে নানা অনুষ্ঠান গাইঘাটা হাই স্কুলে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিদ্যালয় অঙ্গনে জাতীয় ও স্কুলের পতাকা উত্তোলন এবং মধ্যাহ্নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘ আনন্দলোকে মঙ্গলালোকে ’ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হল গাইঘাটা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীবর্ষ উদযাপন অনুষ্ঠান। মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে তিনদিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয় গত ২ জানুয়ারি।

অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন ভাবা এ্যাটোমিক রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ড.দেবীপ্রসাদ দুয়ারী, ভাবা এ্যাটোমিক রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ড.আর রবিশংকর রামন, ঠাকুরনগর পি.আর.ঠাকুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন সরকার, গাইঘাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও বিদ্যালয়ের প্রশাসক মনোজ মন্ডল, গাইঘাটা থানার পুলিশ আধিকারিক সঞ্জীব চক্রবর্তী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শংকরী পাল, মৌসুমী সাহা, বিদ্যলয়ের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালক সমিতির সম্পাদক স্বপন দাস, সমাজকর্মী তাপস সাহা, প্রাক্তন শিক্ষার্থী অরুপ সিংহ রায় ও শংকর নাথ প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থীগণ সকলকে পুষ্প স্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক সরকার উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ১৯৪৮ সালের এই দিনে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্ল্যাটিনাম জায়ন্তীবর্ষ ও প্রাক্তনী সমাবর্তন উৎসবের সাফল্য কামনা করেন। বিশিষ্ট বিজ্ঞান মিঃ দুয়ারী ও ড. রামনকে কাশ্মরি শাল ও স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

বিদ্যালয়ের পড়ুয়াগন আয়োজিত কলা ও বিজ্ঞান ভবন ও প্রদর্শনীর উদ্ধোধন করেন বিজ্ঞানী ড. দুয়ারী ও ড. রামন। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান অঙ্গনে মহিলা ঢাকিদের ঢাক বাদন সমবেত মানুষজনের প্রশংসা লাভ করে। বুক ডে উপলক্ষে এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠান মঞ্চ থেকে বিশিষ্ট বিজ্ঞানীগনের হাত দিয়ে বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন ক্লাসে প্রথম স্থান অধিকারী পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহঃপ্রধান শিক্ষক অলক কুমার বিশ্বাস সহ শিক্ষিকগণ।

এদিনের পদযাত্রায় রণ পায়ে হাঁটা ও অনুষ্ঠান প্রঙ্গনে ড্রোনের নজরদারি উপস্থিত সকলের নজর কাড়ে। বিদ্যালয় প্রাঙ্গনের সুসজ্জিত মঞ্চে সংগীত, নৃত্য, ক্যুইজ, যোগাসন, শিক্ষক শিক্ষার্থীগনের নাট্যানুষ্ঠান, ছিল বিশিষ্ট সংগীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যের সংগীতানুষ্ঠান, জয়িতা ও আরাধ্যার নৃত্য ছাড়াও ঠাকুরনগর কলাভূমির নৃত্যানুষ্ঠান বিদ্যালয়ের এই উৎসবকে ঘিরে এলেকাবাসীর মধ্যে যথেষ্ঠ উৎসাহ – উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *