মণ্ডলপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল জেলা আয়ুষ মেলা -২০২৩
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, মণ্ডলপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল জেলা আয়ুষ মেলা -২০২৩। এলেকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী ও গ্রামবাসীগণের এক বর্ণময় পদযাত্রার মধ্য দিয়ে গত ৭ ফেব্রুয়ারি গাইঘাটার মণ্ডলপাড়া হাই স্কুলে মহাসমারোহে শুরু হয় উত্তর ২৪ পরগণা জেলা আয়ুষ মেলা -২০২৩ ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় মহিলা ঢাকিদের ঢাক বাদন পদযাত্রাকে আকর্ষনীয় করে তোলে। মণ্ডলপাড়া হাই স্কুল প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের আয়ুষ বিভাগ আয়োজিত ৩ দিন ব্যাপী আয়ুষ মেলায় জেলা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ ছাড়াও ছিলেন, স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্তা ব্যক্তিগণ।
এ ছাড়াও ছিলেন বনগাঁর প্রাক্তন সাংসদ ও বর্তমান রাজ্য মতুয়া উন্নয়ন পর্যদের চেয়ারপার্সন মমতাঠাকুর, গাইঘাটা পাঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ আপসী ঘোষ, সদস্যা আজনা বৈদ্য প্রমুখ। মেলা প্রাঙ্গনের সুসজ্জিত মঞ্চের স্বাস্থ্য বিষয়ক সেমিনার ছাড়াও ছিল প্রতিযোগিতা মূলক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছিল প্রতিযোগিতা মূলক যোগা প্রদর্শন। বিভিন্ন ভেষজ উদ্ভিদ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, মনোপ্যাথি, ইউনানি চিকিৎসা দ্বারা সুস্থ্য থাকা বিষয়ে আলোচনা সভা। এছাড়াও ছিল রক্তের গ্রুপ – নির্ণয় ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রতিদিন এলেকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীগণ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল কুইজ, প্রশ্নোত্তর ও তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন সিংহ জানান, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় শুধু বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীগণই নয়, এলেকার বিভিন্ন গ্রামের মানুষজনও উপস্থিত ছিলেন। নানা অনুষ্ঠানে এলেকাবাসী ও ছাত্র – ছাত্রীগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশ গ্রহনে জেলা আয়ুষমেলা- ২০২৩ সার্থকতা লাভ করে।