জেলার খবর

চাঁদপাড়ায় ক্রেজি গ্রুপের পরিচালনায় স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য শিরিরে দারুন সাড়া

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,   বিগত বছরের মতো এবারও স্বেচ্ছা রক্ত দান ও রিনা ব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে চাঁদপাড়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ক্রেজি গ্রুপের সদস্য সদস্যরা।

গত ১১ ফেব্রুয়ারি চাঁদপাড়া নিম্নবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই স্বেচ্ছা রক্তদান শিরিরে বনগ্রাম মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগন মোট ৮২ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহণ করেন।

এদিন বিদ্যালয় পার্শ্বস্থ চাঁদপাড়া প্লেয়ার্স এ্যাসোসিয়েশন ময়দানে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরেও বিশেষজ্ঞ চিকিৎসকগন সহস্রাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এখান থেকে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও বিনামূল্যে দুস্থ রোগীদের ঔষধ প্রদান করা হয়।

স্বাস্থ্য শিরিরে জেনারেল ফিজিসিয়ান, জেনারেল সার্জেন, দপ্ত, চক্ষু, শিশুরোগ, মনোরোগ এবং স্ত্রী ও প্রস্তুতিরোগ বিশেষজ্ঞ ছাড়াও ছিলেন অর্থপেডিক, ডায়েটিশিয়ান, ফিজিও থেরাপিস্ট, এছাড়াও ছিল ইজিসিও রক্ত পরীক্ষার ব্যবস্থা।

চক্ষু পরীক্ষা শিবিরে রোগীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। সংগঠনের সভাপতি গোবিন্দ পাল জানান, এদিন প্রায় ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। উক্ত মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা, বিশিষ্ট চিকিৎসকগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন,

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, চাঁদপাড়ার প্রধান দীপক দাস, জননেতা ও বিশিষ্ট সমাজসেবী কশিল ঘোষ, চন্দ্রকান্ত দাস, উত্তম লোধ, শীতল দেবনাথ, শিক্ষক রাসুদের বিশ্বাস প্রমূখ।

এ ছাড়াও ছিলেন, চাঁদপাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি.এম ও এইস ডাঃ সুজন গাইন , বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ্ত ধর , ডাঃ প্রভাষ মণ্ডল, ডাঃ সিদ্ধার্থ শংকর সাহা প্রমূখ।

ক্রেজি গ্রুপের সম্পাদক প্রাক্তন সমরকর্মী টুটুন বিশ্বাস উপস্থিত সকল বিশিষ্ট ব্যাক্তিবর্গকে স্বাগত জানান। বিশিষ্টজনেরাও ক্রেজি গ্রুপের সকল সদস্যদের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানান।

অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সংগঠনের অন্যতম সদস্য সজল রায় (কোষাধক্ষ্য) জানান, আগামী দিন এই প্লেয়ার্স এ্যাসোসিয়েশন মাঠে ৮ দলীয় এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সজল বাবুর এই ফুটবল টুর্নামেন্টের ঘোষনায় এলেকার ফুটবল প্রেমীদের মধ্যে তাৎক্ষনিক ভাবে বিপুল উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *