সাগর দীঘির উপ-নির্বাচনে তৃনমুল কংগ্রেসের হারের আনন্দে বিজেপির মিছিল বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সাগর দীঘির উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের হারের আনন্দে বিজেপির ১নং মন্ডল সভাপতি সুজয় বিশ্বাসের নেতৃত্ব বিজয় মিছিল হল বাগদায়।
জেলা কমিটির উধ্বর্তন নেতৃত্বের নির্দেশনায় হিমঘরে চলে যাওয়া নেতা বিজেপির ১নং মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস বাগদা ব্লকের পঞ্চায়েত
গুলো তৃনমুলের নিকট থেকে ছিনিয়ে নেবার মানসে রাজ্য নেতেত্বের পরামর্শে আবারও সক্রিয় হলেন বলে জানা গেছে।