জেলার খবর

সপ্তম চিরন্তন নাট্যোৎসব হল গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, সপ্তম চিরন্তন নাট্যোৎসব ২০২৩ প্রথম পর্যায় ( জাতীয়) অনুষ্ঠিত হলো ১০, ১১ ও ১২ ই মার্চ,গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে। এই জাতীয় নাট্য উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী সদস্য আশীষ চট্টোপাধ্যায় ,গোবরডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক স্বপন কুমার দাস ,নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী ,ধীরাজ হাওলাদার এবং চিরন্তনের কর্ণধার অজয় দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নীরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা ,দেবাশীষ সরকার ,মোহাম্মদ মেহেদী সানি এবং সুপ্রভাত বিশ্বাস। প্রথমে অতিথিদের মঞ্চে আহ্বান করে ব্যাজ উত্তরীয় স্মারক বাহুল্যে নয় আন্তরিকতার অর্ঘ্য হিসাবে কিছু ফল মিষ্টি দিয়ে চিরন্তনের সদস্য ও সদস্যারা সকলকে বরণ করে ন্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে একটি বিশেষ নৃত্যের মধ্যে দিয়ে, যার পরিচালনায় ছিলেন ভবেশ মজুমদার। উদ্বোধনী দিনে সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রেডিও এবং টেলিভিশন শিল্পী সোমা দত্ত বণিক এবং কলকাতাকে নিয়ে একটি বিশেষ কবিতা সংকলন তিনি পরিবেশন করেন।

তারপরেই মঞ্চস্থ হয় নাবিক নাট্যমের “পাখি” নাটকটি, যার পরিচালনায় ছিলেন জীবন অধিকারী। প্রথম দিনের সর্বশেষ অনুষ্ঠান ইমন মাইম সেন্টারের মুকাভিনয়” চলুন ভাবি”। চিরন্তন জাতীয় নাট্য উৎসবের দ্বিতীয় দিনের ঝুলিতে ছিল চিরন্তন প্রযোজিত সাধারণ বিভাগের নাটক “নির্যাতন এবং” যার রচনা নির্দেশনা এবং অভিনয়ে ছিলেন অজয় দাস ।

এছাড়া নীলাদ্রি কাঞ্জিলাল ,বিপ্লব মোদক ,কৌশিক দাস, স্বপন বল , লক্ষণ বিশ্বাস এবং শিশু শিল্পী অদ্রীশ দাস ভালো অভিনয় করেছে। বধূ নির্যাতনের ওপরে নাটকটি নির্মিত হয়েছে ঠিকই কিন্তু এই নাটকে “পতি” নির্যাতনের বিষয়টিও নাট্যকার সুচারুভাবে দেখিয়ে দিয়েছেন।

এছাড়া এই নাটকে আরো যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে রয়েছে দিশা ,মোহনা ,জুয়েল, শুভ, শায়ন ,অন্বেষা, নাটকটি দর্শক সাধারনের কাছে খুবই উপভোগ্য এবং মনোগ্রাহী হয়েছে দ্বিতীয় দিনের দ্বিতীয় নাটক “একটি রাজনৈতিক স্বপ্ন “পরিবেশন করে গোবরডাঙ্গা মৃদঙ্গম ।

এদিনের তৃতীয় তথা শেষ নাটক মঞ্চায়িত হয় বিহার পাটনা থেকে আগত রং রূপ প্রযোজনা হিন্দি নাটক “পন্দ্রা ফিট লম্বি দুনিয়া” যার পরিচালনা এবং অভিনয়ে ছিলেন আঞ্জারুল হক।


তৃতীয় অর্থাৎ শেষ দিনের অনুষ্ঠান সূচিতে ছিল তিনটি নাটক মৃচ্ছকটিকের “আগুনের চিঠি” পরিচালক শুভাশিস ব্যানার্জি, চাঁদপাড়া আ্যক্টো পরিবেশন করে ” পাকে বিপাকে” পরিচালক সুভাষ চক্রবর্তী। এদিনের সর্বশেষ অনুষ্ঠান পরিবেশিত হয় একটি পুতুল নাটক” আমার প্রকৃতি আমার ভালোবাসা” পরিচালনায় ছিলেন সোমা মজুমদার প্রযোজনা খাঁটুরা শিল্পাঞ্জলি।


এই নাট্য উৎসবের তৃতীয় অর্থাৎ শেষ দিনে বিকেল পাঁচটায় একটি সেমিনারের আয়োজন করা হয় যে সেমিনারের বিষয় ছিল “মাইন্ড ডেভেলপমেন্ট ফর ইয়ং আর্টিস্ট ইন্ থিয়েটার “বক্তাগণ ছিলেন নাট্যকার পরিচালক শুভাশিস ব্যানার্জি, প্রফেসর প্রশান্ত দে নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী এই আলোচনা সভার সঞ্চালক ছিলেন দলের নাট্যকার পরিচালক অজয় দাস ।

এই তিন দিনের জাতীয় নাট্য উৎসবে উপরি পাওনা হিসেবে ছিল মুখোশ এবং নাট্যচিত্র প্রদর্শনী যার ভাবনা এবং পরিকল্পনায় ছিলেন সুতপা কর্মকার এবং গর্বিতা দাস । সব মিলিয়ে অন্যান্য বারের ন্যায় গোবরডাঙ্গা চিরন্তনের সপ্তম চিরন্তন নাট্য উৎসব ২০২৩(জাতীয়)সম্পূর্ণভাবে সফল হয়েছে। বলে আমার মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *