বিয়ের প্রতিশ্রুতি সহবাসের অভিযোগ বাগদার হরিহরপুরের এক যুবকের বিরুদ্ধে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন যাবৎ ধর্ষণের অভিযোগ করলো এক গৃহবধু। মালিদাহ গ্রামের মান্নান শেখের ছোট মেয়ে ফুলসুরাত শেখ(২৫) জানান, তার শ্বশুর বাড়ী হরিহরপুর এলাকার বুলবুলি মন্ডলের ছেলে আলামিন মন্ডল তাকে মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিগত দেড় বৎসর যাবৎ বিয়ে করবে বলে বারংবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক করে। বিয়ে করার কথা বললে সে নানা অছিলায় ঘোরাইতে থাকে।
সর্বশেষ বিগত ২রা মার্চ সকাল ৮ টা নাগাদ উক্ত ব্যক্তি তাকে বিয়ে করবে বলে তার বাবার বাড়ি মালিদাহ হতে তাকে ফুসলিয়ে সুন্দরবন এলাকায় আলামিনের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং সেখানেও তার ইচ্ছার বিরুদ্ধে শারিরীক সম্পর্ক করে, সেখানে ৪ দিন অতিবাহিত হওয়ার পরও তাকে বিয়ে না করে পুনরায় তাকে কোলকাতার ধর্মতলার একটি হোটেলে নিয়ে ৮ দিন ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করে।
তারপর সেখান থেকে বনগাঁ রেল স্টেশনে এসে জল আনিবার নাম করে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। শেষমেষ সে কোন রকমে তার বাপের বাড়ি ফিরে আসে। বর্তমানে তার সাথে যোগাযোগ করলে নানা রকম ভাবে হুমকি দিচ্ছে ও বলছে, এই ঘটনা কাউকে জানালে বা থানা-পুলিশ করলে তাকে জীবনে মেরে ফেলবে।
অভিযোগকারী ফুলসুরাত শেখ তার প্রেমিক আলামিন মন্ডলের এমন আচরনে রীতিমত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফুলসুরাত শেখ। এমর্মে সে বাগদা থানা ও বনগাঁ পুলিশ জেলার এসপিকে এক লিখিত অভিযোগের মাধ্যমে প্রেমিক আলামিন মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানিয়েছে। সেই সাথে ফুলসুরাত শেখের, বাবা মান্নান শেখ, মা সবেদা শেখ তাদের মেয়ের সংসার ভাঙার অপরাধে আলামিনে মন্ডলের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।