জেলার খবরবিনোদন

গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর নাটক ‘পাখি’ মঞ্চস্থ

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর নাটক পাখি, একটি বলিষ্ঠ প্রযোজনা । সম্প্রতি গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে মঞ্চস্থ হলো। নাট্যকার মনোজ মিত্র অসংখ্য প্রতিকূলতাকে উপেক্ষা করে, এক মধ্যবিত্তের স্বপ্নের আকাশে উড়াল দেবার বাসনা কে কেন্দ্র করে নির্মাণ করেছেন পাখি নাটক।

সে আকাশ ছোটো আকাশ, স্বপ্নও ছোটো, তবুও স্বপ্ন পূরণে অজস্র বাধা। নিদারুণ প্রচেষ্টায় প্রতিকূলতা কাটিয়ে উঠতে উঠতে নাটক পৌঁছে যায় ক্লাইমেক্স এ। সেলসম্যান নীতিশের সাধ হয়েছিল সে অন্তত একদিন আরশোলা থেকে পাখি হবে । উড়াল দেবে দীর্ঘদিনের কল্পনার আকাশে । বিয়ের পর নীতিশ আর শ্যামা ছিল সুখী দুই পাখির মতই।

কিন্তু অভাবের পেষন তাদের শেষ করে দিয়েছে। সেদিন ছিল ৭ই ফাল্গুন, নিতিশ চেয়েছিল জীবনে সে একটা দিন আরশোলা থেকে পাখি হবে, তাই বিবাহ বার্ষিকীর দিনে আয়োজন করেছিল স্বপ্ন পূরণের সেই মুহূর্ত। কিন্তু যাদের জন্য আয়োজন, তারাই শেষ পর্যন্ত আসে না, কারন তারা নীতিশকে করুনা করতে চায়।

মুহূর্তের মধ্যে সব আয়োজন নষ্ট করে দেয় নীতিশ । যন্ত্রণায় ছটফট করতে থাকে, তার আর পাখি হওয়া হলো না, কিন্তু শ্যামা তার সহমর্মিতায় স্বার্থক করে তোলে তাদের ৭ই ফাল্গুন কে। জীবন অধিকারীর বুদ্ধিদীপ্ত পরিচালনায় নাটকটি ইতিমধ্যেই দর্শক মহলে উচ্চ প্রশংসিত হয়েছে।

আস্তিক মজুমদারের আবহ সংগীত এবং সঞ্জয় নাথের আলো নাটকটিকে অন্য মাত্রা এনে দিয়েছে। অবিন দত্ত ও সুব্রত কর্মকারের মঞ্চ বেশ মানানসই । শ্যামা চরিত্রে আল্পনা দাসের সাবলীল অভিনয় দর্শকদের অনেক দিন থাকবে। উকিল চরিত্রে শ্রাবনী সাহার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

গোপালের ভূমিকায় অবিন দত্ত চমৎকার অভিনয় করেছেন। নীতিশের চরিত্রে অভিনয় করেছেন নির্দেশক জীবন অধিকারী। তার অভিনয়ে জাদু আছে আরও একবার প্রমাণিত হলো এবং তার সুমধুর কণ্ঠে গান এই নাটকের একটি অমূল্য সম্পদ। নাবিক নাট্যম কে অনেক ধন্যবাদ মনে রাখার মত একটি প্রযোজনা উপহার দেবার জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *