জেলার খবররাজ্য

বাগদা সীমান্তে মাছের পোনা তৈরীর উপযুক্ত লক্ষ লক্ষ টাকা মুল্যের মাছের ডিম জব্দ করে এলেকায় রেকর্ড সৃষ্টি করল বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের জওয়ানরা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সীমান্তে চোরাচালানীদের নিকট থেকে ধারাবাহিক ভাবে মাছের পোনা তৈরীর উপযুক্ত লক্ষ লক্ষ টাকা মুল্যের মাছের ডিম জব্দ করে এলেকায় রেকর্ড সৃষ্টি করলো বিএসএফের 68 ব্যাটলিয়নের জওয়ানরা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া গ্রামের ঘন বাঁশ বাগানের ভিতর তল্লাশি চালানোর উদ্যেশ্যে পৌঁছাতেই সন্দেহজনক আওয়াজ শুনতে পান বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের জওয়ানরা তারা তাৎক্ষনিক ভাবে টর্চ জ্বালিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যেতেই সন্দেহভাজন ৮ ব্যাক্তি তাদের সাথে থাকা ৮ টি পলিয়েস্টার ব্যাগ ফেলে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। যদিও ঘন জঙ্গলের কারনে তাড়া করেও তাদেকে ধরা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাছের ডিমের আনুমানিক মুল্য (৮×১৫,০০০)=১,২০,০০০ (এক লক্ষ কুড়ি হাজার টাকা)।

অপর দিকে রণঘাট সীমান্তের তাঁর কাঁটার বেড়াহীন নদীপথ এলাকা (উত্তর পাড়া) থেকে বাংলাদেশের গ্রাম মাটিলা পাশ পর্যন্ত কোদালিয়া নদীর পাঁড় এলাকায় তাদের দায়িত্ব পালন করছিলেন। নদীর ধারের বাঁশের বাগান থেকে সন্দেহ জনক শব্দ শুনতে পেয়ে দ্রুত টর্চ জ্বালিয়ে লোকেশনের দিকে ছুটে যেতেই সন্দেহভাজন ব্যক্তিরা তাদের কাঁধে ভারী বস্তা ফেলে বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো খুলে দেখা যায় তার মধ্যে রয়েছে (৪০ × ১৫,০০০)= ৬০,০০০০(ছয় লক্ষ) টাকা মুল্যের মাছের পোনা তৈরীর উপযুক্ত মাছের ডিম। ঘটনার বিবরনে প্রকাশ, আজকে অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশী অর্থাৎ ৭ লক্ষ ২০ হাজার টাকার পোনা তৈরীর উপযুক্ত মাছের ডিম জব্দ করে বাগদার রণঘাট এলেকায় কর্মরত বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের জওয়ানরা। উল্লেখ্য, বাগদা সীমান্তে চোরাচালান বন্ধের জন্য বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের ইন্সপেক্টর মনিন্দ্র কে আর বালিয়ান, এসআই/জি উদয় রায়, এসআই/জি জোনাহ্ রংমেই, প্রফুল্ল কুমার বালের মত বিএসএফের অফিসাররা আ-প্রান চেষ্টা চালাচ্ছেন বলে এলেকাবাসীর অভিমত। আর জব্দকৃত মাছের ডিম পিএস বাগদাহের কাছে হস্তান্তর করা হবে বলে বিএসএফ সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *