রাজ্য

ঠাকুরনগরে অনুষ্ঠিত হল পেনশন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ২রা এপ্রিল ঠাকুরনগর হাইস্কুল অঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহা সমারোহে শুরু হয় অরাজনৈতিক এবং সমাজসেবী সংগঠন ওয়েস্টবেঙ্গল গভঃ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ৪২তম বার্ষিক রাজ্য সম্মেলন।

মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরনগর পি. আর. ঠাকুর সরকারি মহাবিদ্যালয়ের আধ্যক্ষ ড. স্বপন সরকার, উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহ-সভাপতি ইলা বাগচী, ঠাকুরনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিতেশ বিশ্বাস, সংগঠনের সভাপতি প্রবীর বোস প্রমুখ।

সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি সুরজিৎ কুমার বিশ্বাস ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর ভট্টাচাৰ্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সদস্যগণ সকলকে পুস্পস্তবক, উত্তরীয় ও স্মারকউপহারে বরণ করে নেন।

আমন্ত্রিত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি বিদ্যুৎ মন্ডল, প্রাক্তন সৈনিক সংগঠনের প্রতিনিধি অঞ্জন অধিকারী ও শিক্ষক সংগঠনের প্রতিনিধি অবসরপ্রাপ্তা শিক্ষিকা বরুনা বিশ্বাস, সহ সংগঠনের শাখা কমিটিগুলির পদাধিকারীগণকেও বিশেষ সংবর্ধনা জানানো হয়।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্না মন্ডল ।স্বাগত ভাষণ দান করেন সংগঠনের গাইঘাটা শাখা কমিটির সভাপতি প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস সকলকে অভিনন্দন জানিয়ে সম্মেলনের স্বার্থকতা কামনা করেন। সম্মেলনে উপস্থিত হয়ে লোকসংগীতে গলা মেলান প্রধান অতিথি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।

বিশিষ্টজনেরা সকলেই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থিত সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান এবং সেই সঙ্গে সংগঠনের পাশে থেকে পেনশনার্সদের স্বার্থ দেখার আশ্বাস দেন এবং আয়োজিত সম্মেলনের সাফল্য কামনা করেন। গাইঘাটা শাখা কমিটির সম্পাদক রামপ্রসাদ মজুমদার জানান, এদিনের বার্ষিক সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত হন।

তবে সমিতি সংঘাতের পথে নয়, আবেদন -নিবেদনের মাধ্যমে বকেয়া ডি.এ সহ বিভিন্ন দাবি -দাওয়া সরকারের কাছে তুলে ধরার পক্ষে জোরালো সওয়াল করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক চন্দ্রশেখর ভট্টাচাৰ্য। উপস্থিত অধিকাংশ সদস্যগণ হাত তুলে প্রতিবেদনকে সমর্থন জানান। পরিশেষে পুনরায় প্রবীর বোস কে সভাপতি, চন্দ্রশেখর ভট্টাচাৰ্যকে সাধারণ সম্পাদক এবং হিমাদ্রি পুততুন্ডু কে কোষাধ্যক্ষ করে সর্বসম্মত ভাবে ২৫ জনের নতুন কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *