জেলার খবর

বনগাঁয় বহু বিশিষ্টজনের অংশগ্রহনে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, বনগাঁ মহকুমা আইনি পরিষেবা সমিতি কমিটি উদ্যোগে ও ব্যবস্থাপনায় গত ২৯ এপ্রিল স্থানীয় নীলদর্পণ অডিটোরিয়ামে মহা-সমারোহে অনুষ্ঠিত হয় আইনের সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা, আলোচনার বিষয় ছিল,’ দরজার গোড়ায় ন্যায় বিচার এবং আপস মধ্যস্থতা বিকল্প নিষ্পত্তি নীতি’।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট বিচারপতি ও আইনজীবী’গণ। এদিন মধ্যাহ্নে বনগাঁ পৌরসভা পরিচালিত নীলদর্পণ অডিটোরিয়ামের সুসজ্জিত মঞ্চে উপস্থিত মহিলাগনের কন্ঠে কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্যে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করেন এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য ল কমিশনের চেয়ারম্যান প্রণব কুমার চট্টোপাধ্যায়।

ছিলেন মহাকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, বনগ্রাম মহকুমা প্রশাসক প্রেম বিভাস মশারি ও বনগাঁর পৌরপতি গোপাল শেঠ প্রমূখ। এদিনের আলোচনা সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বিচারপতি পরেশ চন্দ্র কর্মকার, মালিকলাল জানা, মানবেন্দ্র ভৌমিক, বার ও ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, অমরেশ শুর রায়, সমীর দাস, শান্তময় বোস প্রমূখ।

বনগাঁ পৌরসভার কাউন্সিলর, আইনজীবী ও উপস্থিত মহাকুমা আইনি পরিষেবা কমিটির সদস্য’গণ উপস্থিত সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। বনগাঁর পৌর প্রধান গোপাল শেঠকে বরণ করেন মহকুমা আইনি পরিষেবার কমিটির সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী। স্বাগত ভাষণে কমিটির সভাপতি শান্তনু মুখোপাধ্যায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং আয়োজিত আজকের এই আলোচনা সভার গুরুত্ব ও

প্রয়োজনীয়তা তুলে ধরেন, সেই সঙ্গে আয়োজিত সভা সার্থক করে তুলতে আদালতের দুটো বার অ্যাসোসিয়েশন ও পৌর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতার প্রশংসা করে বক্তব্য রাখেন। পরেশ চন্দ্র কর্মকার ও আইনজীবী দীপান্বিতা দত্ত ও সুদীপ কুমার ঘোষ প্রমুখ বিশিষ্টজন জানান, প্রতিটি মানুষেরই আইনি পরিষেবা পাবার সাংবিধানিক অধিকার রয়েছে। বাৎসরিক ১ লক্ষ টাকা কম আয়ের নাগরিকগণ বিনা ব্যয়ে আইনি পরিষেবা পাবেন।

আপোষ মীমাংসার ও ব্যবস্থা করা হয়ে থাকে। এজন্য প্রতিটি থানায় ও অঞ্চলে পি এল ভি কর্মীগণ রয়েছেন। ১৯৮৭ সাল থেকে এই আইন চালু হয়েছে বলে জানান, এদিনের আলোচনা সভায় ছাত্র শিক্ষক সাংবাদিক সমাজকর্মী আইনজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন। মহকুমা আদালতের বর্ষিয়ান সুখ সুকমলেন্দু সাহা, স্বপন মুখার্জি নিতাইপদ সাহা প্রমুখ ও আইনজীবীগণ। অনুষ্ঠানে প্রিয়ংবদার কণ্ঠের দেশাত্মবোধক সংগীত উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *