দত্তপুকুর কবি তীর্থের কবি বন্দনা
নীরেশ ভৌমিক: ২৫ শে বৈশাখ বিশিষ্ট কবি ও নাট্যকার বরুন হালদার কবি প্রণামের আয়োজন করেন দত্তপুকুরের ব্যায়াম সমিতি সংলগ্ন নিজ বাসভবন অঙ্গনে। কবি প্রণামের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান কপিল কৃষ্ণ ঠাকুর, বিশিষ্ট লেখক পাঁচুগোপাল হাজরা, কবি উৎপল কুমার ধাড়া, শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ ঘোষ প্রমূখ।
বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের উদ্যোক্তা বরুণ হালদার। সংস্থার সদস্যগণ সকলকে প্রস্ফুটিত গোলাপে বরণ করে নেন। গুণীজন কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও অরুন কুমার দেউড়ির কন্ঠে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা হয়।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বিশাল প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকর্ম, নানাবিধ সৃষ্টি ও তাঁর বহুমুখী প্রতিভার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় দিঘাড়ী স্কুলের সংস্কৃতি প্রেমী প্রধান শিক্ষক রাধানাথ ঘোষ ও বিশিষ্ট কবি ডঃ অমৃতলাল বিশ্বাস, অলক প্রামাণিক, পবিত্র চট্টোপাধ্যায়ের সহ রবীন্দ্র অনুরাগী বহু মানুষজন।
কবি প্রণামের অনুষ্ঠানে উপস্থিত স্কুল পড়ুয়া’গণ সহ রবীন্দ্র প্রেমী মানুষজন সংগীত, আবৃত্তি, নৃত্য এবং কথায় কবিতায় গঙ্গা জলে গঙ্গা পূজার মাধ্যমে কবিকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মনোজ্ঞ অনুষ্ঠানে ছোট্ট জয়িতা ঘোষ ও কৃতিকা পালের সংগীত প্রান্তিক ঘোষের কবিতা এবং শিশু শিল্পী তৃষা পাল ও তৃণাঞ্জলী বিশ্বাসের নৃত্যানুষ্ঠান ও বিশিষ্ট বাচিক শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তীর কন্ঠে আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।