জেলার খবর

প্রয়াত ডাঃ অবিনাশ চন্দ্র বাওয়ালীর আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় উৎস সাহা : বাগদা, সরকার অনুমোদিত বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য প্রয়াত ডাঃ অবিনাশ চন্দ্র বাওয়ালীর আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলেন উক্ত ফোরামের সদস্যরা।

আজ বেলা একটায় ডাঃ অবিনাশ চন্দ্র বাওয়ালীর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য প্রদান ও মোমবাতি জ্বালিয়ে বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের পক্ষ থেকে স্মরন সভার শুভারম্ভ করেন উক্ত ফোরামের সভাপতি বাবু উত্তম কুমার সাহা।

তারপর পর্য্যায়ক্রমে প্রয়াত ডাঃ অবিনাশ চন্দ্র বাওয়ালীর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান ডাঃ নীশিথ কুমার বিশ্বাস, সম্পাদক বনমালী মন্ডল, সুশান্ত সাঁতরা, নিমাই শর্ম্মা, চন্দন হালদার, বাসুদেব বিশ্বাস, দিবাকর বিশ্বাস প্রমূখ।

উল্লেখ্য, গত ১৬ই মে শারিরিক অসুস্থাজনিত কারনে ডাঃ অবিনাশ চন্দ্র বাওয়ালী নিয়তির ডাকে সাড়া দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। শুভাকাঙ্খীদের জন্য রেখে গেছেন, এক রাশ স্মৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *