রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে আলোকবর্তিকার জন্মদিনে গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিকের রিপোর্ট : – রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে, সংস্থার সর্ব কনিষ্ঠ সদস্যা আলোকবর্তিকার জন্মদিন উপলক্ষে গত ৩১ শে জুলাই বিকাল ৫টা, গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক, পাচুগোপাল হাজরা, পলাশ মণ্ডল, আলোক শিল্পী গৌতম সরকার। রবীন্দ্র নাট্য সংস্থার পার্শ্ববর্তী রাস্তার দুই ধারে উপস্থিত অতিথিরা ও সকল ছাত্র-ছাত্রীরা একটি করে গাছের চারা রোপণ করেন।
আলোকবর্তিকা উপস্থিত প্রত্যেক অতিথির হতে একটি করে গাছের চারা ও সকল ছাত্র ছাত্রীদের হতে একটি করে কলম তুলে দেয়।
এরপর সকল ছাত্র – ছাত্রী, অতিথি ও সদস্যদের উপস্থিতিতে আলোকবর্তকা কেক কেটে সকলকে মিষ্টিমুখ করায়, সব শেষে সকলে নৈশ ভোজ সহযোগে প্রস্থান করেন।