মণ্ডল পাড়া হাইস্কুলের মধুসূদন স্যারের বিদায় অনুষ্ঠান
নীরেশ ভৌমিকঃ দীর্ঘ ৩১ বৎসরের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন গাইঘাটার মণ্ডলপাড়া হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মধুসূদন সিংহ। এদিন বিদ্যালয়ের সকল সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও স্নেহের ছাত্র-ছাত্রীরা অশ্রুসিক্ত নয়নে ও নানা উপহারে তাদের প্রিয় স্যারকে বিদায় জানান।
বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বরুন কুমার সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালন সমিতির প্রাক্তন ও বর্তমান সদস্য এবং সেইসঙ্গে ব্লক ও মহাকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণও উপস্থিত ছিলেন।
ছিলেন মধুবাবুর দাদা চন্দ্রশেখর সিংহ, সহধর্মিনী মৌসুমী সিংহ সহ আরও অনেকে। বিদ্যালয়ের সংগীত শিক্ষক দিবাকর বিশ্বাসের গাওয়া সংগীতের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ তার ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্রীড়া সংগঠক মধুবাবুর কর্মদ্যোগ এবং সেই সঙ্গে চার বছর কাল বিদ্যালয়ের টিচার ইনচার্জের দায়িত্ব থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান শিক্ষক দেবাশীষ বাবু উত্তরীয় ও মানপত্র বিদায়ী শিক্ষকের হাতে তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। মানপত্র পাঠ করেন শিক্ষক অভিজিৎ মুখার্জি ও শিক্ষিকা সোমা বৈদ্য। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে সংগীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
উপস্থিত বিশিষ্ট জনেরা সকলেই তাদের বক্তব্যে বিদায় শিক্ষক মধুসূদনবাবুর অবসর জীবনের সুখ শান্তি ও সুস্থতা কামনা করেন। গাইঘাটা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য মধুবাবু আগামী দিনেও বিদ্যালয়ের উন্নয়নের যজ্ঞে পাশে থাকার আশ্বাস দেন।