আন্তর্জাতিকজানা ও অজানা

সফল চন্দ্রাভিযান, বিজয়ের মুকুট ‘ইসরোর’ মাথায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  গোটা দেশ যখন রুদ্ধশ্বাসে বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে ISRO প্রেরিত চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের সফল ভাবে চাঁদের দক্ষিন মেরুর মাটি ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে উদগ্রীব।

ঠিক তখন ISRO-র বিজ্ঞানীরা ঘড়ির কাটা মিলিয়েই আজ বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটের পর থেকে ঠিক ৬টা বেজে ৪ মিনিটের মধ্যে চন্দ্রযান-৩ এর সফল অবতরন করিয়ে মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়লো ভারত।

ছবি তুলে চন্দ্রপৃষ্ঠে অবতরনের উপযুক্ত জায়গা বেছে নেওয়ার পর ল্যান্ডারের চারটি পা চন্দ্রভূমির স্পর্শ পেতেই, সেন্সরের মাধ্যমে ইঞ্জিন বন্ধ করে দেন ISRO এর বিজ্ঞানীরা।

তারপর ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামে রোভার ‘প্রজ্ঞান’। এরপর রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নানা নমুনা সংগ্রহ করবে। তুলবে সেলফিও এবং তা মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে ISRO-র বিজ্ঞানীদের হাতে।

সব জল্পনার অবসান ঘটিয়ে চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠলো ভারতের। চন্দ্রাভিযানে সফল ইসরোর বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনন্দন জানিয়েছেন পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *