জেলার খবরবিনোদন

মঞ্চস্থ হলো, অনুরঞ্জন নাট্য দলের এবছরের নতুন নাটক “শেষ সপ্তক”

নীরেশ ভৌমিক : গত ১৩ অগাষ্ট ২০২৩, রবিবার ঠাকুরনগর মিলন সংঘ অডিটোরিয়া -এ মঞ্চস্থ হলো অনুরঞ্জন নাট্য দলের এবছরের নতুন নাটক “শেষ সপ্তক”। বর্তমান সময়ের ছেলে-মেয়েদের কর্ম ব্যস্ততা – সমঝোতার মধ্যদিয়ে পদোন্নতি – ভিন্ন ধরনের সম্পর্ক জনিত কারনের উপর ভিত্তি করে এক অনবদ্য কাহিনী সৃষ্টি করেছেন নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়।

আর এই লিখিত নাটক মঞ্চ-এ উপস্থাপন করলো ঠাকুরনগরের অন্যতম নাট্য দল অনুরঞ্জন এবং এই নাটকটি পরিচালনা করেছেন মিন্টু মজুমদার। অভিনয় করেছেন সুজাতা বিশ্বাস মজুমদার, পারমিতা দাস, বর্ণালী হালদার, সুরজিৎ ব্যাপারী, কানাই লাল গাইন, সুদীপ হালদার, নিখিল মন্ডল, প্রীতম বিশ্বাস, ও শ্বাশত বিশ্বাস।

রূপসজ্জা রিতিকা দাস, পোশাক স্বপ্না দাস মজুমদার, মঞ্চ সজ্জায় মৃণাল কান্তি বিশ্বাস ও প্রদীপ গাইন, আলো – সুরজিৎ ব্যাপারী ও বাসুদেব হালদার। অভিনয়ের সাথে সাধারণ মঞ্চ সজ্জা ও অলোক পরিকল্পনা মিলে এক অন্য মাত্রা পেয়েছে নাটকটি যা দর্শকদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ নাটকটির আর্থিক সহায়তা সংগীত নাটক একাডেমী, ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *