অনুষ্ঠিত হল হোমিওপ্যাথিক সাইন্টিফিক সেমিনার বনগাঁ পৌর সভার ‘চন্দ্রিকা’ সভাকক্ষে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হ্যানিম্যানীয় হোমিও চিকিৎসা পদ্ধতি হোক বিশ্বের সকল হোমিওপ্যাথিক ডাক্তারদের জীবন জীবিকার অন্যতম অবলম্বন। তাই বিশ্ব ব্যাপী হ্যানিম্যানীয় হোমিও চিকিৎসা পদ্ধতি প্রবর্তনের অন্যতম পথপ্রদর্শক স্বনামধন্য প্রয়াত হোমিও চিকিৎসক ডাঃ এস পি দে হোমিওপ্যাথির জনক মহত্মা হ্যানিম্যানের হোমিও সাধনার উন্মুক্ত চেতনাকে উদ্বুদ্ধ করতে গঠন করেছিলেন “অ্যাসোসিয়েশন অফ হ্যানিম্যান হোমিওপ্যাথি”।
উক্ত অ্যাসোসিয়েশনের তিনিই ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট। তাঁর জন্ম বনগাঁ মহকুমায় হওয়ার সুবাদে মহকুমার গৌরব এই স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎক ডাঃ এস পি দে। পরে তাঁর মৃত্যুর পর তাঁর সুযোগ্য অনুগামীরা তারই ধারাবাহিকতায় এখনো বিভিন্ন জায়গায় ‘ফ্রি অফ কষ্ট’ এ সেমিনার করার ধারা অব্যাহত রেখেছেন।
বছরের কোন না কোন সময় সাইন্টিফিক হোমিওপ্যাথিক সেমিনার হচ্ছে দেশের সর্ব্বত্রই। আজ বনগাঁ পৌর সভার ঐতিহ্যবাহী ‘চন্দ্রিকা’ সভা কক্ষে সাইন্টিফিক হোমিওপ্যাথিক সেমিনারের আয়োজন করে মহানুভব ডাক্তার বাবুর সুযোগ্য অনুগামীদের অন্যতম বনগাঁর বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ শংকর পাল ও তাঁর সুযোগ্যা স্ত্রী ডাঃ তৃষ্ণা পাল এবং তাঁদের সহযোগীরা।
বনগাঁ পৌর সভার ‘চন্দ্রিকা’ সভা কক্ষে আয়োজিত আজকের সাইন্টিফিক হোমিওপ্যাথিক সেমিনারে সর্ব প্রথম আমন্ত্রিত অতিথিবৃন্দের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অতিথি বৃন্দের মধ্য থেকে নির্বাচন করা হয় অনুষ্ঠানের একজন সভাপতি। সভাপতিত্ব করেন এবং মোমবাতিতে অগ্নিসংযোগ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ হরপ্রসাদ হালদার।
মোমবাতি প্রজ্জ্বলনের পর হোমিওপ্যাথির জনক মহত্মা স্যামুয়েল হ্যানিম্যান ও অ্যাসোসিয়েশন অফ হ্যানিম্যান হোমিওপ্যাথির” ফাউন্ডার প্রেসিডেন্ট ডাঃ এস পি দের প্রতিকৃতিতে মাল্যদান ও পূষ্পার্ঘ্য প্রদান করে স্বশ্রদ্ধ সন্মান জানান অতিথিবৃন্দ সহ উপস্থিত ডাক্তার বাবুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সেমিনারের বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বনগারঁ অন্যতম হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ শংকর পাল,
বসিরহাটের অন্যতম হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ সিদ্ধেশ্বর মন্ডল, কলকাতা বালিগঞ্জের অন্যতম হোমিওপ্যাথিক চিকৎসক ডাঃ বিপ্লব দাস, গাংনাপুর বায়োকেমিক মেডিক্যাল কলেজের প্রফেসার ডাঃ এমএ কাইউম প্রমূখ। এ ছাড়াও মঞ্চে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যতম হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ তৃষ্ণা পাল, ডাঃ অসিম কুমার নাথ,
বাগদা হোমিওপ্যথিক মেডিক্যাল ফোরামের সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা প্রমূখ। হোমিওপ্যাথিতে জ্বরের চিকিৎসা ও সমন্বিত পদ্ধতির উপর বক্তব্য রাখেন, ডাঃ সিদ্ধেশ্বর মন্ডল। হোমিওপ্যাথিতে পিসি ওডি চিকিৎসা পদ্ধতির উপর বক্তব্য রাখেন, ডাঃ এম এ কাইউম। হোমিওপ্যাথিতে সাফল্য এবং ব্যর্থতার কারণ নিয়ে বক্তব্য রাখেন, ডাঃ শংকর পাল।
হোমিওপ্যাথি চিকিৎসায় কেস রেকর্ড বা কেস টেকিং এর উপর বক্তব্য রাখেন, ডাঃ বিপ্লব দাস। অনুষ্ঠানটি সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলার কথা থাকলেও আগত ডাক্তার বাবুদের অনুরোধে ১১ টার পরিবর্তে ১০ টা ৩০ মিনিটে শুরু এবং বিকাল ৫ টার পরিবর্তে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শেষ হয়। জমজমাট এই সাইন্টিফিক হোমিওপ্যাথিক সেমিনারটি সফলতা পায় বাঁধভাঙা জোয়ারের মত বনগাঁ মসকুমার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অসংখ্য ডাক্তার বাফুদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে।
অনুষ্ঠানটি আরো প্রানোবন্তঃ হয়, কথার যাদুকর শিক্ষক তথা ডাঃ চন্দন হালদারের অনবদ্য অ্যাঙ্কারিং এর মাধ্যমে। সর্ব্বপরি অনুষ্ঠানটি সর্ব্বাঙ্গীন ভাবে সফল করতে যাদের নেপথ্য ভূমিকা প্রশংসার দাবী রাখে তাদের মধ্যে উল্লেখযোগ্য বনগাঁর বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ শংকর পাল ও তাঁর সুযোগ্যা সহধর্মিনী ডাঃ তৃষ্ণা পাল, বাগদা হোমিওপ্যথিক মেডিক্যাল ফোরামের অন্যতম ডাঃ নিমাই শর্ম্মা প্রমূখ।