জেলার খবরবিনোদন

গোবরডাঙা মৃদঙ্গমের “গোবরডাঙার নাট্য চর্চায় নারীর অবদান” শীর্ষক আলোচনা সভা

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙার একটি অন্যতম নাট্য সংস্থা ‘গোবরডাঙা মৃদঙ্গম’ যারা সারাবছর ধরে নাট্য প্রযোজনার পাশাপাশি নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে চলে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৩ এ গোবরডাঙা মৃদঙ্গম পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির আর্থিক সহায়তায় তাঁদের আস্থায়ী মহলা কক্ষে “গোবরডাঙার নাট্য চর্চায় নারীর অবদান” নামক একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেছিলো।

এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য পরিচালক ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট গবেষক ও সাংবাদিক শ্রী পবিত্র মুখোপাধ্যায় মহাশয় এবং বিশিষ্ট অভিনেত্রি স্রীমতি সোমা মজুমদার মহাশয়া।

সমগ্র আলোচনা সভার সভামুখ্য হিসাবে উপস্থিত ছিলেন গোবরডাঙার বিশিষ্ট শিক্ষক শ্রী তাপস হালদার মহাশয়। গোবরডাঙা মৃদঙ্গম- এর পক্ষ থেকে সমস্ত অথিতিদের উত্তরিয় পরিয়ে, পুষ্পস্তবক ও একটি করে গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।

বরণ করেন সংস্থার সম্পাদিকা সৌমিতা দত্ত বনিক। এই আলোচনার মধ্য দিয়ে প্রায় ১৫০ বছরের গোবরডাঙা নাট্য চর্চায় নারিদের অবদান এক ঐতিহাসিক দলীলের মতো উপস্থিত দর্শকদের সামনে ফুটে ওঠে। সর্বশেষে সংস্থার কর্ণধার ও নাট্য পরিচালক শ্রী বরুণ কর মহাশয়,

উপস্থিত সকল দর্শকদের ও আমন্ত্রিত অতিথি বক্তাদের ধন্যবাদ জানান এই ধরনের আলোচনা সভায় উপস্থিত হবার জন্য। এবং তিনি আরও মনে করেন এই আলোচনার পরবর্তী ফলস্বরুপ হিসেবে হয়ত ভবিষ্যতে থিয়েটারে আনেক নারীরা এগিয়ে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *