গাইঘাটা উত্তর ফুলসরা সমবায় ইফকোর- কৃষক সভা

নীরেশ ভৌমিক : ভারতের বৃহত্তম সার প্রস্তুতকারক সংস্থ্যা IFFCO-এর উদ্যোগে গত ১৫ই সেপ্টেম্বর গাইঘাটা ব্লকের উত্তর ফুলসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে একটি কৃষক সভার আয়োজন করা হয়েছিল। সমবায় সমিতির ব্যাবস্থ্যপনায় অনুষ্ঠিত কৃষক সভায় সমিতির ৫৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

উক্ত কৃষি বিষয়ক আলোচনা সভায় উপস্থিত কৃষকদের সামনে ইফকোর উত্তর ও দক্ষিন ২৪ পরগনার ফিল্ড ম্যানেজার তথা সিনিয়র কৃষি ও সার বিশেষজ্ঞ রীতেশ ঝাঁ ইফকোর যুগান্তকারী আবিস্কার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি (তরল) সার উদ্ভাবন এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তারা ইফকোর সাগরিকা, বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ ও ইত্যাদি সারের ব্যবহার ও গুনগত মান সমন্ধে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ করে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল জলে মিশিয়ে জমিতে এবং ফসলে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যাবে বলে উল্লেখ করেন, ইফকোর সিনিয়র কৃষি ও সার বিশেষজ্ঞ রীতেশ ঝাঁ। তবে সকালে সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পর ন্যানো ডিএপি স্প্রে করার পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞ মিঃ ঝাঁ।









