খেলার খবর।সর্ম্বধনাস্বাস্থ্য

অনুষ্ঠিত হল ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS-এর উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ১লা অক্টোবর, মঙ্গলবার । এই শিবিরের ভার্চুয়াল উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস মহাশয়।

গৌরবময় উপস্থিতি ভাইস প্রিন্সিপ্যাল ড. রূপলীনা ব্যানার্জি , ডাক্তার অরুন মন্ডল (বারাসাত গভঃ মেডিকেল কলেজ ) , বিড়া অঙ্গীকারের শ্রী সঞ্জীব হালদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি।

ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। ভাইস প্রিন্সিপাল ড. রূপলীনা ব্যানার্জী বলেন “বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে।

এমনিতেই উৎসবের এই সময়গুলোতে রক্তের যোগান কম থাকে। সেইকথা মাথায় রেখে NSS-এর উদ্যোগ।” NSS প্রোগ্রাম অফিসার শ্রী কৌশিক সাউ জানান “৬০ জন ডোনারের রিকুইজিশন থাকলেও মোট ৬৬জন রক্ত দিতে পেরেছেন। কিছু দাতা ফিরে গেছেন।”

তিনি আরও বলেন আজকের এই সাফল্যের পিছনে ছিল কলেজের NSS Advisory committee এর সকল সদস্য, বিশেষ করে শিক্ষক চন্দন বিশ্বাস, শিক্ষাকর্মী চঞ্চল বিশ্বাস এছাড়াও ছাত্র প্রতিনিধি শুভ সহ সকল NSS সদস্যরা।

কলেজের এই রক্তদান শিবিরে NSS ভলান্টিয়র্স , প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষও রক্তদান করেন । দক্ষ চিকিৎসকমন্ডলী সঠিক ভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন। মহতী এই রক্তদান নিয়ে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *