উত্তর প্রদেশে অনুষ্ঠিত ন্যাশনাল তাই-কন্ডো চাম্পিয়নশীপ-২০২৩-এ স্বর্ণ, রৌপ্য পদক জিতে নিল হেলেঞ্চার এ-টি-এস একাডেমি
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ন্যাশনাল তাই-কন্ডো চাম্পিয়নশিপ -২০২৩ অনুষ্ঠিত হল উত্তর প্রদেশের শাইনি ফিরোজাবাদ শ্রী চৈতন্য টেকনো স্কুলে। গত ২৫, ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত এই ‘2ND EKLAVYA CUP’ তাই-কন্ডো চাম্পিয়নশিপে সারা দেশের প্রায় চারশত
অংশগ্রহনকারীর মধ্যে বাগদার হেলেঞ্চা এ-টি-এস একাডেমির মোট ৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে এবং ৮ জনই মেডেল ছিনিয়ে আনতে সক্ষম হয়। পদকের মধ্যে ছিল ৪টি গোল্ড, ২টি সিলভার ও ২টি কায়স্ত পদক।
এ-টি-এস একাডেমির প্রতিযোগী প্রতিযোগীনিরা ৬টি ফাইট করে ২টি ট্যেকনিকে এই বিজয়ের শিরোপা অর্জন করতে সক্ষম হয়। পুরঃস্কার বিজয়ীদের মধ্যে ছিল হেলেঞ্চা এ-টি-এস একাডেমির পক্ষে উল্লেখযোগ্য সাব-জুনিয়ার শেষ্ঠা বিশ্বাস আন্ডার ২৪ কেজিতে স্বর্ণ
পদক, কনিষ্ঠা বিশ্বাস- আন্ডার-৩২ কেজিতে স্বর্ণ পদক, জনিফ ইসলাম বিশ্বাস, আন্ডার ৪৫ কেজিতে স্বর্ণ পদক, হ্যাপিয়া বিশ্বাস ও অনুষ্কা চৌধুরী (জুনিয়র) ৪৬ কেজিতে রৌপ্য পদক, আনিফ ইসলাম বিশ্বাস ১৯ কেজি ও প্রিয়া বিশ্বাস ৪৬কেজি
ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনে হেলেঞ্চা এ-টি-এস একাডেমির বিজয়ের ধারা অব্যহত রাখে। এই প্রতিযোগীতায় হেলেঞ্চা এ-টি-এস একাডেমির পক্ষে ‘কোচ’ হিসাবে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম বিশ্বাস।