অনুষ্ঠিত হল ‘ভোরের আলো’ সাহিত্য পত্রিকা’র প্রকাশ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : ২রা মার্চ রবিবার প্রভাতে ‘ভোরের আলো’ সাহিত্য পত্রিকা’র প্রকাশ অনুষ্ঠান হলো ২১ তম বর্ষ ২৮ তম মাতৃভাষা দিবস সংখ্য। (গুমা)বালক সংঘ’তে সম্পাদনায় সুব্রত মন্ডল,কবি সাহিত্যিকদের মধ্যে এসেছিলেন স্বপন কুমার বাড়ৈ, তুলসী চয়ন ঘোষ,বুদ্ধদেব ঘোষ,

রাজু সরকার, সুদিন গোলদার, ডা:আশীষ মজুমদার, হরেন্দ্র নাথ বাড়ৈ,অপরাজিত হালদার, সকল লেখক তাঁদের স্ব- রচিত কন্ঠে কবিতা পাঠ করেন এবং পত্রিকা প্রকাশ করা হলো, সৌজন্য কপি লেখকদের হাতে তুলে দেওয়া হয়। প্রায় দশ বারো জন লেখকগণ আসেন।

অনুষ্ঠানের সভাপতি করা হয় লেখক ও সাংবাদিক সুদিন গোলদার’কে, প্রধান অতিথি কবি ও সিরিয়ার লেখক অপরাজিত হালদার মহাশয় , খুবই সুন্দর ভাবে ‘ভোরের আলো’ পত্রিকাটি রবিবার প্রথম প্রভাতে ভাষা দিবস সংখ্যাটি প্রকাশ হলো ।








