অসহায় ও উদ্বাস্তু মানুষদের দুঃসাহসী অভিযাত্রার অন্যতম সারথি রঞ্জিত সরকার।
পারফেক্ট নিউজ পোর্টাল রিপোর্টার সুজিত বিশ্বাস : সিন্দ্রানী, সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নমঃশূদ্র ও উদ্বাস্তু মানুষদের সমর্থন পেতে ঘর গোছানোর কাজ শুরু করেছে অন্যান্য দলের মত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। সেকারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম মিসাইল ম্যান সমাজ সেবার মূর্ত প্রতীক রঞ্জিত সরকারকে রাজ্য তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব নেওয়ার পরেই সরকারের মানবিক প্রকল্প গুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি ছুটে চলেছেন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেই তিনি ঘটনা স্থলে ডেকে নিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের, করে দিচ্ছেন সমাধান। ঝড়ের গতিতে যেমন বাড়ছে জনপ্রিয়তা ঠিক তেমন গতিতেই বাড়ছে সংগঠন, হয়ে উঠেছেন অসহায় মানুষের অন্যতম মসীহা, ক্রমান্বয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের উদ্বাস্তু মানুষেরা তাঁকে দেবতা জ্ঞানে সমাদর করছেন।
রাজনৈতিক সাংস্কৃতির মেল বন্ধন ঘটিয়ে শুধু উদ্বাস্তু নয় সকল মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, মিলন, বিরহ, গভীর সংকটের অন্যতম প্রিয় গেরিলার ভূমিকা গ্রহণ করে চলেছেন। তার কর্ম উন্মাদনার প্রতি অতল শ্রদ্ধার সহিত গভীর আস্থা রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর কর্ম উন্মাদনার প্রতি অতল শ্রদ্ধার সহিত গভীর আস্থা রেখে রাজ্যের উদ্বাস্তু মানুষদের আর্থ সামাজিক ও পরিকাঠামো গত উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভুমি ও ভুমি সংস্কার এবং উদ্বাস্তু, ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান করেছেন।
ইতিমধ্যে তিনি রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার ডি এম অফিসে প্রশাসনিক বৈঠক করে বলেন, উওর ২৪ পরগণা জেলা উদ্বাস্তু অধ্যুষিত জেলা, এই জেলায় বিপুল সংখ্যক উদ্বাস্তু মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। জেলার সমস্ত কলোনিকে সরকারি কলোনিতে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকল উদ্বাস্তুদের জমির পাট্টার জন্য আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উদ্বাস্তুদের কোনো রকমের হয়রানি, উচ্ছেদ করা যাবে-না, রেল, পি-ডব্লুডি, বা যেকোন দফতর হোক, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নয়। দুয়ারে সরকারের ক্যাম্পে জমির সমস্যা সমাধান ও পাট্টার আবেদনের ব্যাবস্থা করা হয়েছে। রঞ্জিত সরকার মহাশয়ের এহেন কর্মকান্ডে খুশি উত্তর ২৪ পরগণা জেলা তথা রাজ্যের উদ্বাস্তু মানুষেরা।