স্বাস্থ্য

‘অহেলী পলি ক্লিনিকের’ শুভ উদ্বোধন হল বাগদা ব্লকের আষাঢ়ু বাজারে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে তারক বিশ্বাসের রিপোর্ট : বাগদা, বাগদা ব্লকের আষাঢ়ু বাজারে শুভ উদ্বোধন হল ‘অহেলী পলি ক্লিনিকের’। এই ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা গ্রামীন হাসপাতালের বিএমওএইস প্রনব মল্লিক,

বাগদা থানার ওসি উৎপল সাহা, বাগদা পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি তরুন ঘোষ, তৃনমুল কংগ্রেস নেতা রবিন চক্রবর্তী, পল্লী চিকিৎসক অসিত রায়, তারক বিশ্বাস, নিতাই চৌধুরী প্রমূখ।

জানা গেছে, এই ক্লিনিকের বৈশিষ্ঠ হিসাবে থাকছে, এখানে একই ছাদের নিচে এলাকার সাধারন মানুষেরা কম খরচায় 4D মেশিনে আল্ট্রাসোনোগ্রাফী করাবার সবিধা, ডিজিটাল মেশিনে সমস্ত ধরনের

এক্সরে, যেকোন ধরনের রক্ত, মল, মূত্র, কফ পরীক্ষার সবিধা, ইসিজি ইকো কার্ডিওগ্রাফি ও কালার ড্রপলার করাবার সবিধা, সুলভ মুল্যে ওষুধ ও সর্ব্বদা স্বনামধন্য ডাক্তার বাবুদের পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *