আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

‘আমরা অমল কান্তির’ বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : গত ২২শে ফেব্রুয়ারী ‘আমরা অমলকান্তি নাট্যদলের’ পরিচালনায় বসিরহাট নৈহাটি এন সি এম শিক্ষা নিকেতনে এক নাটকের কর্মশালা অনুষ্ঠিত হলো। মোট ৩৫ জন ছাত্র ছাত্রী এই কর্মশালায় নাটকের প্রশিক্ষন নিলো।

এই কর্মশালাটি সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিতাই দে, বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের সভাপতি, অরবিন্দ সরকার, আমরা অমলকান্তি নাট্যদলের

নির্দেশক, অভিনেতা, নাট্য সংগঠক, সুদীপ্ত ব্যানার্জী, মহকুমায় বিশিষ্ট নাট্যকর্মী ও সংগঠক, লাল্টু দাস ও ইছামতী সংবাদ পত্রিকার সম্পাদক, পরিমল দে। এই প্রশিক্ষণটি বিকাল ৪টে পর্যন্ত চলবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক, অনুপম মুখার্জি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রশিক্ষণ ধারাবহিক ভাবে করার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *