অরাজনৈতিকজেলার খবরপ্রতিবাদ মিছিল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে চাঁদপাড়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

নীরেশ ভৌমিক : কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের এক পড়ুয়া চিকিৎসকের পাশবিক অত্যাচার ও নারকীয় হত্যার প্রতিবাদে সারা রাজ্যের মত চাঁদপাড়াতেও অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডাক দেয় বৃহত্তর চাঁদপাড়া ছাত্র ও শিক্ষক সমাজ।

গত ২৯শে আগস্ট অপরাহ্নে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগন চাঁদপাড়া বাজারের বাসস্ট্যান্ড চত্বরে জমায়েত হন। ডাক্তার ছাত্রীর নির্মম নিষ্ঠুর হত্যার বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমবেত শিক্ষক-শিক্ষিকা ও

পড়ুয়া গণের একদীপ্ত মিছিল জাতীয় সড়ক যশোর রোড হয়ে চাঁদপাড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। দাবী সম্বলিত পোস্টার,ফ্লেক্স, ফেস্টুন হাতে ছাত্র-ছাত্রীদের বজ্র কঠিন স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে।

মিছিলের শুধু শিক্ষক-শিক্ষিকা গণ নয় এলাকার সাংস্কৃতিক প্রেমিক ও শিক্ষানুরাগী ছাড়াও বহু সাধারণ মানুষ মিছিলে স্বতঃস্ফূর্ত পা মেলান। চাঁদপাড়া পাটপট্টি মন্দির অঙ্গনে ছাত্রীরা একটি প্রতিবাদী নাটক, আবৃত্তী এবং সঙ্গীত পরিবেশন করেন।

সন্ধ্যার সন্ধিক্ষণে এই নারকীয় ঘটনার প্রতিবাদে মশাল প্রজ্জ্বলন করেন প্রতিবাদী শিক্ষার্থীগণ। শিক্ষক ও পড়ুয়াদের এদিনের এই প্রতিবাদী মিছিল এলাকায় বেশ সারা ফেলে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *