আর.জি.কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ এবং খুনের প্রতিবাদে, সিন্দ্রানি আঞ্চলিক যুব সংস্থার উদ্যোগে প্রতিবাদ মিছিল
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আর.জি.কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ এবং খুনের প্রতিবাদে, সিন্দ্রানি আঞ্চলিক যুব সংস্থার উদ্যোগে
গত ১৯শে আগস্ট ২০২৪ তারিখ সোমবার, এলাকার ১০থেকে ১২টা গ্রামের নাগরিক সমাজের সাধারণ মানুষদের নিয়ে, এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
এই প্রতিবাদ মিছিলে হাজার দেড়েক মানুষ শতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় বলে জানা গেছে।