বাবার ডাকে আর বাড়ি ফেরা হল না সায়ন্তনের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাবার ডাক পেয়ে তড়িঘড়ি বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়িতে দুপুরের খাবার খেতে আসা আর হল না সায়ন্তন বিশ্বাস(২৬) এর।
আসার পথে বাগদা পুরাতন বাজারে বয়রা বনগাঁ রুটের এক বাসের সাথে নিজের পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম হয় সে। তাকে স্থানীয়রা দ্রুত বাগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
জানা গেছে বাইক চালানোর সময় তার মাথায় হেলমেট না থাকায় আঘাতটা বেশি মাথায় লাগে এবং প্রচুর রক্তপাত হয়। মৃত্যুকালে সায়ন্তন স্ত্রী, ছোট এক দুধের বাচ্চা, ছোট ভাই সহ বাবা মা কে রেখে যায়।
এই দুর্ঘটনার পর কিছুক্ষনের জন্য পথ অবরোধ হয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘাতক বাইক ও বাস পুলিশ হেফাজতে, চালক পালাতক। মামলা হয়েছে বাগদা থানায়।