রাজনৈতিক দলের খবর।

আষাঢ়ু অঞ্চল যুব তৃনমুলের সভাপতির বিরুদ্ধে সরকারী ঘর প্রদানে কাটমানি গ্রহনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাগদার রাজনৈতিক অঙ্গন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মুখে আষাঢ়ু অঞ্চল তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সদস্যার স্বামী গিয়াস উদ্দিন মন্ডলের বিরুদ্ধে সরকারী ঘর প্রদানে কাটমানি গ্রহনের অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হল বাগদার রাজনৈতিক অঙ্গন। জানা গেছে আষাঢ়ু অঞ্চলের পাটকেলপোতা গ্রামের ইব্রাহিম মন্ডল, রহিমা মন্ডল, ওহাব মন্ডল ও নওসের মন্ডলরা বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, আষাঢ়ু অঞ্চল তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সদস্যার স্বামী গিয়াস উদ্দিন মন্ডল তাদেরকে সরকারী ঘর প্রদানে সহায়তা করার জন্য মাথাপিছু ১০, ১৫ ও ২০ হাজার করে কাটমানি নিয়েছে। অভিযোগকারীদের অভিযোগ অস্বীকার করে অঅভিযুক্ত গিয়াস উদ্দিন মন্ডল বলেন, ঘর দেবে সরকারী অফিসাররা, টাকাও ঢুকবে তাদেরই ব্যাংক একাউন্টে, সেখানে তার কোন রোলই নেই।

তাছাড়া ওরা ঘর পেয়ে গেছে বছর খানিক আগে, তখন কোন কথা নয়, অথচ ঠিক ভোটের মুখে এসে এ সকল বিরোধী দলের কর্মীরা ভুঁইফোড় অভিযোগ করে তার ভাবমুর্তী নষ্ট করার চেষ্টা করছে। এটা বিরোধী দলের একটা বড় চক্রান্ত। বিগত বিধানসভা নির্বাচনেও এরা অন্য দলে তাদের ভোট দিয়েছে বলে তার দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলের নেতারাও ব্লকের অধিকাংশ তৃনমুল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে টিপ্পুনি কাটতে ছাড়ছে না। খবরটি তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের কানে পৌঁছালে, তিনি অন্যায়ের সঙ্গে কোন প্রকার আপোষ না করবার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বাগদা ব্লকের যে কোন জায়গায় এ ধরনের অভিযোগ প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *