‘ইন্টার কলেজ’ নক-আউট ফুটবল টুর্ণামেন্ট ২০২৩-২০২৪ এর ফাইনালে আজ অশোকনগর নেতাজি শতবর্ষিকী মহাবিদ্যালয়ের মুখোমুখি হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর.শত-বার্ষিকী মহাবিদ্যালয়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ওয়েষ্ট বেঙ্গল ষ্টেট ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩ – ২০২৪ এর পৃষ্ঠপোষকতায় গত ২৫শে সেপ্টেম্বর থেকে আজ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিনের ২৬ দলীয় ‘ইন্টার কলেজ’ নক-আউট ফুটবল টুর্ণামেন্টের আজ শেষ দিন।
অর্থাৎ আজ ঠিক দুপুর দু’টোয় বিপুল উৎসাহ আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আকাঙ্খিত সেই ফাইনাল ফুটবল ম্যাচ। এই ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে ওঠা হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর.শত-বার্ষিকী মহাবিদ্যালয় এবং অশোকনগর নেতাজি শতবর্ষিকী মহাবিদ্যালয়ের দুই শক্তিশালী ফুটবল টিম।
আজ সকাল থেকে শুরু হওয়া বিরুপ আবহাওয়াকে উপেক্ষা করেও বাঁধভাঙা জোয়ারের মত ফুটবলপ্রেমীরা নিউটাউন কলকাতার এন.কে.ডি.এ ষ্টেডিয়ামের গ্যালারী কানায় কানায় ভরিয়ে তুলবে এমটায় দাবী এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজকদের।
হেলেঞ্চা কলেজ টিমের সেমিফাইনালে ওঠা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বাগদাবাসীর হৃদয়ের একটা বড় অংশ জুড়ে অবস্থান করা হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর.শত-বার্ষিকী মহাবিদ্যালয়ের কোচ জহিরুল ইসলাম ও ফুটবল টিম ম্যানেজার সাগর বাগচী বলেন,
তাঁরা সহ কলেজের সুযোগ্য প্রিন্সিপাল ড. চিত্তরঞ্জন দাশের সর্ব্বাঙ্গীন সহযোগীতায় প্রফেসর অধীর রায়, চন্দন বিশ্বাস, শুভঙ্কর বিশ্বাস প্রমূখদের নিরলস পরিশ্রমের ফসল রাজ্যব্যাপী এতবড় টুর্ণামেন্টে তাদের টিমের সেমিফাইনালে ওঠার পর বিজয়ের শিরোপা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে ফাইনালে লড়ার যোগ্যতা অর্জন করা।