ইন্ডিয়ান স্কুল শিক্ষক দাদার মরা মুখ দেখার সুযোগ পেল বাংলাদেশে বসবাসকারী তিন বোন ও আত্মীয়রা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দাফনের আগে মৃত স্কুল শিক্ষক দাদার মরা মুখ বিবাহসুত্রে বাংলাদেশে বসবাসকারী তিন বোন যাতে দেখতে পারে, ইন্ডিয়াতে বসবাসকারী আরেক ভাইয়ের আবেদনে জন্য অনুমতি পেল। জানা গেছে, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সীমান্তে দু’দেশের বর্ডার গার্ডের উপস্থিতিতে সীমান্তে মৃতদেহ এনে বাংলাদেশী বোনেদের দেখার সুযোগ করে দিল বিএসএফ। মৃত স্কুল শিক্ষক দাদার নাম জুলফিকার মণ্ডল।
বাংলাদেশী বোনেদেরকে মৃতদেহ দেখানোর জন্য সুটিয়া বিএসএফ ক্যাম্পে আবেদন করেন মৃতের অপর ভাই মহাতাব মণ্ডল এবং বাংলাদেশী বোন ও আত্মীয়দের নাম যথাক্রমে বোন খায়রুণ মণ্ডল (৬২), ফেরদৌসি মণ্ডল (৫০), খোদেজা মণ্ডল (৬৫), খালা আখিরা মণ্ডল (৬৫), ফাতেমা মণ্ডল (৬২) ও মামা মাহুদিন মণ্ডল (৬১)। এঁরা সকলে সীমান্ত থেকে দু’কিলোমিটার দুরে অবস্থিত বাংলাদেশের যশোর জেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।