ইমন মাইম সেন্টারের পরিচালনায় অনুষ্ঠিত হল একটি প্রযোজনা ভিত্তিক মূকাভিনয় কর্মশালা
নীরেশ ভৌমিক : গত ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৩ চাতরা বালিকা শিক্ষা নিকেতনে মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিচালনায় অনুষ্ঠিত হল একটি প্রযোজনা ভিত্তিক মূকাভিনয় কর্মশালা। বিভিন্ন শ্রেণীর ২৫ জন ছাত্রী এই কর্মশালাটিতে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩১ আগস্ট মঞ্চস্থ হল কর্মশালায় নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে মূকাভিনয় “পুরাতন ভৃত্য” এবং “দেখা”।
সম্পুর্ণ কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইমন মাইম সেন্টারের ধীরাজ হাওলাদার। প্রযোজনার বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর জীবন অধিকারী এবং মূক একাডেমীর মুকুল দেব।
বিদ্যালয়ে ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা এবং সাংস্কৃতিক বিকাশের একটি আয়োজন স্বরূপ এই কর্মশালার তত্ত্বাবধান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি সোমা ঘোষ চক্রবর্তী।
তিনি ইমন মাইম সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন আগামী বছর এই বিদ্যালয় ৭৫ বছর পূর্তি যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও এই সংস্থাকে তারা পাশে চান এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা এই সংস্থার সঙ্গে এভাবেই সমন্বয় সাধন করে দীর্ঘ সময় ধরে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে চান।
কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রীরা বিদ্যালয়কে এবং প্রধান শিক্ষিকাকে এইরকম একটি বিশেষ কর্মশালার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং উৎসাহ ও উদ্দীপনার সাথে কর্মশালায় অংশগ্রহণ এবং প্রযোজনা নির্মাণের সহযোগিতা করেন ও প্রতিভার প্রকাশ ঘটান।