ঈশ্বরের সেবায় জীবে প্রেম, শিবরাত্রি ব্রতের রাতে পাথরের মূর্তিতে দুধ না ঢেলে গরীবদের মাঝে দুধ বিতরন সিন্দ্রানি এসএস ফাউন্ডেশনের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগণা জেলার বাগদা ব্লকের সিন্দ্রানী ‘শিক্ষা, মানবসেবা, যুবসমাজ এবং যুব উন্নয়ন সমিতি পরিচালিত এস এস ফাউন্ডেশন মহা শিবরাত্রি উপলক্ষ্যে পারমদন ইট ভাটার গরীব অসহায় বাচ্চাদের মধ্যে দুধ, পুষ্টকর খাদ্য এবং ফল বিতরণের উদ্যোগ নিল সিন্দ্রানি এস এস ফাউন্ডেশনের ডিরেক্টর শ্রী সুজিত বিশ্বাস।
তিনি বলেন হিন্দুধর্মমতে ভারতীয়রা শিবরাত্রিতে পাথরের মূর্তীর উপরে দুধ ও জল ঢেলে থাকে কিন্তু সমাজে অনেক অসহায় মানুষ আছেন যাদের আনন্দ উৎসব তো দূরের কথা দুবেলা দুমোঠো খাবারও জোটে না। আমরা কেউ মূর্তী পূজার বিরোধী নোই। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, যেজন সেবিছে ঈশ্বর।
মহান যশস্বীর জীবনাদর্শ এবং মূল্যবান বক্তব্য কে চলার পথের পাথেয় করে আজকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি মনে করেন, এহেন মানবিক উদ্যোগ আগামী দিনে জনমানুসের জন্য এক নতুন অনুপ্রেরণা হবে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ সভাপতি মাননীয় শ্রী সৌমেন বাছাড়, সদস্য মৃন্ময় কাঞ্জিলাল, বিপ্লব চৌধুরী, সাগর বিশ্বাস প্রমুখ।