উত্তর প্রদেশে অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দ কাপ ন্যাশনাল তাই-কন্ডো গ্রুপ চ্যাম্পিয়নশীপ -‘২৪-এ হেলেঞ্চার ঐতিহ্যবাহী এ.টি.এস একাডেমীর ১০জন ছেলে-মেয়ে লড়ে ছিনিয়ে আনল ৫টি স্বর্ণ, ২টি সিলভার ও ২টি ব্রোঞ্জ পদক
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : উত্তর প্রদেশের ফিরোজাবাদ, টুন্ডলায় অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ কাপ ন্যাশনাল তাই-কন্ডো গ্রুপ চ্যাম্পিয়নশীপ-‘২৪। গত ৯ ও ১০ জুন দু’দিনের এই ন্যাশনাল তাই-কন্ডো গ্রুপ চ্যাম্পিয়নশীপে দেশের ১৬ টা রাজ্য থেকে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এর মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলার হেলেঞ্চা এ.টি.এস এক্যাডেমির পক্ষে ১০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। অংশগ্রহণকারী হেলেঞ্চা এ.টি.এস একাডেমীর ছাত্র-ছাত্রীদের মধ্যে আনিফ ইসলাম বিশ্বাস (ছেলে ২১ কেজি)স্বর্ণ পদক, পিয়া মন্ডল (মেয়ে ৩৩ কেজি)স্বর্ণ পদক, পিনাঙ্ক ভদ্রো(ছেলে ৪১ কেজি)
স্বর্ণ পদক, দীপা বিশ্বাস (মেয়ে ৭৩ কেজি)স্বর্ণ পদক, দীপঙ্কর মাঝি (ছেলে ৭৩ কেজি)স্বর্ণ পদক, সায়ন্তিকা মজুমদার (মেয়ে ৪৩ কেজি) সিলভার পদক, শ্রেষ্ঠা বিশ্বাস (মেয়ে ৪৭ কেজি) সিলভার পদক, আয়ুষ বিশ্বাস (ছেলে ১৮ কেজি) ব্রোঞ্জ পদক ও প্রিয়াঙ্কা মন্ডল (মেয়ে ৪৫ কেজি) ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনতে সক্ষম হয়।
সব মিলিয়ে এবারের উত্তর প্রদেশের ফিরোজাবাদ, টুন্ডলায় অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দ কাপ ন্যাশনাল তাই-কন্ডো গ্রুপ চ্যাম্পিয়নশীপ-‘২৪ এ হেলেঞ্চা এ.টি.এস এক্যাডেমির ঝুলিতে ৫টি স্বর্ণ পদক, ২টি সিলভার ও ২টি ব্রোঞ্জ পদক সংযোজিত হল এবং এ.টি.এস এক্যাডেমির ছাত্র-ছাত্রীদের কৃতিত্বে এলাকার মুখ সমুজ্জ্বল হল।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হেলেঞ্চা এ.টি.এস একাডেমীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কোচ হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট তাই-কন্ডো প্রশিক্ষক জহিরুল ইসলাম বিশ্বাস (ব্লাকবেল্ট)।