এইডস প্রতিরোধে প্রচারাভিযান মূকাভিনয় শিল্পীদের

নীরেশ ভৌমিক : মারণ রোগ এইচআইভি- এইডস্ প্রতিরোধে উদ্যোগী হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা কর্তৃপক্ষ। বসিরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারিনটেনডেন্টের উদ্যোগে ও ব্যবস্থাপনায় বসিরহাট মহাকুমার বিভিন্ন ব্লকে লোকশিল্পী, ম্যাজিশিয়ন, মূকাভিনেতা এবং সাংস্কৃতিক কর্মীদের নিয়ে শুরু হয়েছে এইডস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান।

গত ৩ ও ৪ ডিসেম্বর বসিরহাট স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকের স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, ধান্যকুড়িয়া, মিনাখাঁ, সন্দেশখালি ও হাসনাবাদ ইত্যাদি এলাকায় এইডস্ প্রতিরোধে বিশিষ্ট লোক গায়ক গণেশ দাস বাউল, ঠাকুরনগরের মাইম একাডেমী ও মৌসুমী চ্যাটার্জী ও সম্প্রদায়ের শিল্পীগণ অংশগ্রহণ করছেন।

ঠাকুরনগর মাইম একাডেমীর কর্ণধার পুরস্কারপ্রাপ্ত মূকাভিনেতা চন্দ্রকান্ত শিরালী জানান, গত ৩ ডিসেম্বর স্বরূপনগর এর সাড়াপুল ও পরদিন বাদুড়িয়া ব্লকে তারা মূকাভিনয়ের মাধ্যমে সমবেত মানুষজনকে মারণ রোগ এইডস্ সম্পর্কে সচেতন করেছেন।

কর্মসূচীকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্লকের স্বাস্থ্যকর্মীগণ। বিভিন্ন এলাকায় মূকাভিনয় ও লোকশিল্পীগণ পরিবেশিত এইডস্ সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত মানুষজনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।

মাইম একাডেমীর পরিচালক শ্রী শিরালী জানান, ন্যাশনাল হেল্থ মিশন এর আহ্বানে ‘হেপাটাইটিস বা জন্ডিস’ নিয়ন্ত্রণে উত্তর ২৪ পরগনা জেলার ১২ টি ব্লকে ২৪ টি প্রচার অনুষ্ঠান করবেন। আগামী ২২ ডিসেম্বর থেকে তারা এই প্রচারাভিযানে নামবেন বলে চন্দ্রকান্ত বাবু আরো জানালেন।








