আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

INTERNATIONALখেলার খবর।

পাহাড়ী শহর কালিম্পং-এর মাটিতেও বাগদার গর্ব : তৃতীয় ইন্টারন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ – ২০২৫ এ এটিএস একাডেমির ১৭ জনেরই পদক জয় !!

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজকে বাগদা থানার পক্ষ থেকে ওসি গনেশ বাইন হেলেঞ্চার ত্রিকোন পার্ক চত্বরে কালিম্পং-বিজয়ী এটিএস একাডেমির ইন্টারন্যাশনাল জয়ী সোনার ছেলে-মেয়েদের অ-সামান্য সাফল্যে খুশি হয়ে তথা বাগদা ব্লকের মুখ উজ্জ্বল করায় বাগদা থানার পক্ষ থেকে ওসি সাহেব বিজয়ীদেরকে ও একাডেমী কোচ জহিরুল ইসলাম বিশ্বাসকে ফুলেল সম্বর্ধনা জ্ঞাপন করেন।

সেই সাথে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক জয়ী একাডেমীর সোনার ছেলে-মেয়েদের গলায় ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন, সমাজ সেবক অঘোর চন্দ্র হালদার, একাডেমী ম্যানেজার দীপঙ্কর মাঝি, একাডেমির সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা প্রমুখ।

জানা গেছে, সরকার অনুমোদিত “দূর্গাশ তাই-কন্ডো এসোশিয়েসন”  ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত দার্জিলিং জেলার অন্তর্গত একটি পাহাড়ি শহর কালিম্পং মাল্টি স্পোর্টস্  কমপ্লেক্স, ৯ মেল কালিম্পং-এ উল্লেখযোগ্য ও বিশিষ্ট অতিথি, গ্রান্ড মাষ্টার ইয়ান হোন লী,

মাষ্টার বুদ্ধদেব দত্ত, মাষ্টার অশোক কুমার শাহ, গ্রান্ড মাস্টার র‍্যাল কুমার রায়ের উপস্থিতিতে এশিয়া মহাদেশের ভারত, কোরিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশ মিলে ৫টি দেশের প্রায় ৬০০ বাছাই করা তাইকন্ডো প্রতিযোগীগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ,

“তৃতীয় কালিম্পং ইন্টারন্যাশনাল তাই-কন্ডো চাম্পিয়নশীপ -২০২৫” প্রতিযোগীতা। যদিও শেষ পর্যন্ত ভীষাগত সমস্যার কারণেই নাকি বাংলাদেশের প্রতিযোগীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়।

এই ইন্টারন্যাশনাল প্রতিযোগীতায় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলার বাগদা ব্লকের হেলেঞ্চা এটিএস একাডেমীর ১৭জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে এবং ১৭জনই পদক জিতে নিতে সক্ষম হয়। তার মধ্যে ছিল ১০টা স্বর্ণ পদক, ৩টা রৌপ্য পদকও ৫টা ব্রোঞ্জ পদক।

এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানটিকে আরও বর্ণময় করতে বড়দিনের কেক কেটে অনুষ্ঠান সমৃদ্ধ করেন, বাগদা থানার মানবিক ওসি গনেশ বাইন সহ উপস্থিত অতিথিবৃন্দ। এটিএস একাডেমীর পক্ষে অংশগ্রহণকারী ১৭জন ছেলে-মেয়েদের নাম যথাক্রমে :- আশিক হালদার, দ্বীপঙ্কর মাঝি-(DR.B.R.A.S.M), জনিফ ইমলাম বিশ্বাস,

আনিফ ইসলাম বিশ্বাস, অংকুশ সর্দ্দার, স্নেহা সর্দ্দার, সম্প্রীতি পাল, সৃজা মিস্ত্রি, কনিষ্ঠা বিশ্বাস, প্রিয়াঙ্কা মন্ডল, সহেলী মালাকার (DR.B.R.A.S.M), প্রিয়া বিশ্বাস (DR.B.R.A.S.M), দীপা বিশ্বাস, কাজল মন্ডল (DR.B.R.A.S.M), শ্রেষ্ঠা বিশ্বাস, মাসুমা তরফদার ও ববিতা বালা।

হেলেঞ্চা এটিএস একাডেমীর লড়াকু ছেলে-মেয়েদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, বাগদা থানার ওসি গণেশ বাইন, সমাজ সেবক অঘোর হালদার, একাডেমীর সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা প্রমুখ।

সাংবাদিক সাহা বলেন, অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, “আজকের এই সম্মান শুধু আমাদের ছেলে-মেয়েদের গলায় ঝোলানো সোনা, রুপা ও ব্রোঞ্জের পদক নয়, এগুলো আসলে অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রতীক।

কালিম্পং-এর মাটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ বাগদার এটিএস একাডেমির ছেলে-মেয়েরা যে সাফল্যের স্বাক্ষর রেখেছে, তা প্রমাণ করে- গ্রাম বা শহর নয়, কোন সীমাবদ্ধতাও নয়, আসল শক্তি লুকিয়ে থাকে মননের দৃঢ়তায় ও স্বপ্ন দেখার সাহসে।

আসলে তাইকন্ডো আমাদের শেখায়-শক্তি মানেই আঘাত নয়, শক্তি মানে আত্মসংযম, জয় মানেই প্রতিপক্ষকে পরাজিত করা নয়, জয় মানে নিজেকে প্রতিদিন একটু একটু করে জয় করা। আমাদের ছাত্রছাত্রীরা সেই শিক্ষাকেই আজ বাস্তবের মাটিতে রূপ দিয়েছে।

আজ বাগদা থানা যে ভাবে আমাদের শিশু-কিশোরদের সম্মান জানিয়েছে, তা কেবল একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়- এটি সমাজের পক্ষ থেকে একটি বার্তা। বার্তা এই যে, আইন-শৃঙ্খলার পাশাপাশি প্রশাসন যদি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির পাশে দাঁড়ায়, তবে আগামী প্রজন্ম আরও আলোকিত, আরও মানবিক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই বাগদা থানার আরক্ষা আধিকারিককে। আপনার এই উদ্যোগ আমাদের কাছে অনুপ্রেরণার এক ‘বাতিঘর’ হয়ে থাকবে।

আজকের এই সাফল্যের পেছনে যাঁরা নীরবে লড়াই করেছেন, অভিভাবকবৃন্দ, কোচ ও প্রশিক্ষকরা তাঁদের অবদান কোনো পদকে মাপা যায় না। আপনাদের বিশ্বাসই আজ এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে।

আর একাডেমীর ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, এই পদকই শেষ নয়, এটা শুরু। আগামী দিনে তোমরাই হবে বাগদার পরিচয়, রাজ্যের গর্ব, দেশের শক্তি। মনে রেখো, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত যোদ্ধা।

এটিএস একাডেমি সবসময় তোমাদের পাশে ছিল, আছে, থাকবে- শুধু খেলোয়াড় হিসেবে নয়, একজন সুশৃঙ্খল, মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠার পথে পথপ্রদর্শক। সর্বপরি জয় হোক অধ্যবসায়ের, জয় হোক শৃঙ্খলার, জয় হোক আগামীর বাগদার।

এটিএস একাডেমীর কোচ জহিরুল ইসলাম বিশ্বাস তার বক্তব্যে বলেন, ”ইউনাইটেড এ্যামেচার তাই-কন্ডো এ্যাকাডেমি (ইন্ডিয়া) তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলা, রাজ্য ও ইন্টারন্যাশনাল পর্যায়ে হেলেঞ্চার এটিএস একাডেমীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করার সুযোগ পায়। সেকারণে উক্ত একাডেমি’র কর্ণধারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *