কবি বিনয় এর প্রয়াণ দিবসে সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠান ঠাকুরনগরে
নীরেশ ভৌমিক : গত ১১ ডিসেম্বর বাংলা সাহিত্যের কালজয়ী কবি ‘ফিরে এসো চাকা’ কাব্যগ্রন্থের স্রষ্টা কবি বিনয় মজুমদারের ১৭ তম প্রয়াণ দিবসে বিগত বছরের মতো এবারও মর্যাদা সহকারে উদযাপিত হয় সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠান।
কবি বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটি ও কবি বিনয় মজুমদার গ্রন্থাগার কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সমবেত বিনয় অনুরাগী’গণ কবির শেষকৃত্য স্থলের স্মৃতি বেদী ও প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
কবির বাসভবন বিনয় সদনের নবনির্মিত অনুষ্ঠান অঙ্গনে আয়োজিত বিনয়ের স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি বিভাস রায় চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগারের সভাপতি গোবিন্দ ঘটক, সম্পাদক বৈদ্যনাথ দলপতি,
বর্ষিয়ান শিক্ষক অনুপম দে, অধ্যাপক ডঃ সুবীর সেন, ডঃ বাসুদেব মন্ডল বিশিষ্ট কবি আশিস হীরা, পাঁচুগোপাল হাজরা, জলধি হালদার প্রমূখ। উদ্যোক্তারা এদিন চাকা-সাহিত্য সম্মান শ্রেয়া চক্রবর্তীকে, একুশ সাহিত্য সম্মান জয়দেব বাউরীকে এবং নাট্য ব্যক্তিত্ব ভাস্কর মুখোপাধ্যায়কে নাট্যকার শুকচাঁদ পুরস্কারে ভূষিত করেন।
প্রত্যেককে উত্তরীয়, মানপত্র স্মারক ইত্যাদি উপহারের সম্মানিত করা হয়।এদিন বিনয় অনুরাগী বিশিষ্ট কবি শিবেন মজুমদার সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘চাকা’ এবং কবি দীপক বালা কর্তৃক প্রকাশিত ‘একুশ পত্রিকার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন উদ্বোধক বিভাষ বাবু সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠে অংশ নেন। কবি বিধানচন্দ্র মন্ডল, গ্রন্থাগারিক সূর্যকান্ত সরকার, অন্যতম সংগঠক দীপক মিত্র, শিবেন মজুমদার, দীপক বালা প্রমুখ সদস্যগণের আন্তরিক প্রয়াসে কবি বিনয় মজুমদারের ১৭ তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।