জেলার খবরবিনোদন

কালচারাল সামার ক্যাম্পের আয়োজন করলো মুকুলিকা গানের স্কুল

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, মুকুলিকা গানের স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল কালচারাল সামার ক্যাম্প।

১২ বছর পর্যন্ত বয়সী শিশুদের নিয়ে, ৯ থেকে ১১ই জুন তিন দিন ধরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিষয় হিসেবে ছিল সংগীত আবৃত্তি এবং নাটক। প্রায় কুড়ি জন শিক্ষার্থী তিন দিন ধরেই এই ক্যাম্পে অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে।

প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগীতে অনিমা দাস আবৃত্তিতে শারদীয়া ভট্টাচার্য্য এবং নাটকে শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। শেষ দিনে ছিলো একসাথে বসে খাওয়া দাওয়া, বিভিন্ন প্রদর্শন এবং মানপত্র বিতরণ।

মুকুলিকার কর্ণধার শ্রীমতি অনিমা দাস জানান কোনরকম সরকারি আর্থিক সহযোগিতা তারা পান না, তবে সহযোগিতা না পেলেও আগামী দিনেও সংস্কৃতির প্রসারে তারা এই ভাবেই কাজ করে যাবে,

মুকুলিকা গানের স্কুল এই প্রথম কালচারাল সামার ক্যাম্পের আয়োজন করলো এছাড়াও বছরব্যাপী নাটকের কর্মশালা থিয়েটার ফেস্টিভাল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত থাকে।

আর্থিক অসচ্ছলতার মধ্যে দিয়েও মুকুলিকা গানের স্কুল মানুষের সহযোগিতায় তাদের কর্মধারা এগিয়ে নিয়ে যেতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *