জেলার খবর

কিংষ্টোন শিক্ষারত্ন ২০২৩ পেলেন প্রধান শিক্ষক মিনাল কান্তি বিশ্বাস

নীরেশ ভৌমিক : গত ৯ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার এডুকেশনাল ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন হাবড়ার আক্রামপুর হাই স্কুলের নবাগত প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস। প্রফেশনাল অ্যাচিভমেন্ট এন্ড কন্ট্রিবিউশন ইন স্পেশাল বিল্ডিং এ নজর কাড়ার জন্য মৃণাল বাবুর এই পুরস্কার লাভ।

ঠাকুরনগরের বাসিন্দা মৃণাল বাবু বিগত ১৯৯৭ সালে বনগাঁর কবি কেশবলাল বিদ্যালয়ে সহশিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ১০ বছর পর শ্রী বিশ্বাস জেলার বসিরহাট মহকুমার সূর্যকান্ত হাইস্কুলে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এরপর গতবছরের আগস্ট মাসে মৃণালবাবু হাবড়া পৌরসভার অন্তর্গত আক্রামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছর এর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে প্রধান শিক্ষক মৃনাল বাবু পঠন-পাঠন সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সদা সচেষ্ট।

পুরস্কার প্রাপ্ত শিক্ষক মৃণাল বাবু জানান কিংষ্টোন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উত্তরীয়, পুষ্প স্তবক, ফাইল, পেন, বুকলেট সহ সুদৃশ্য স্মারক সহ শিক্ষারত্ন ২০২৩ সম্মান তাঁর হাতে তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। শ্রী বিশ্বাস আরো জানান শুধু তাই নয়, গত ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে হাবরা পৌরসভা থেকেও তাঁকে স্মারক উপহারের বিশেষ সম্মান জানিয়েছে। আদর্শ শিক্ষক ও মহান দার্শনিক স্বাধীন ভারত বর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এই পুরস্কার লাভে তিনি অতিশয় গর্বিত। এই পুরস্কার তাকে শিক্ষা প্রসারে আরো প্রেরণা যোগাবে বলে প্রধান শিক্ষক মৃনালবাবু মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *