আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবররাজনৈতিক দলের খবর।

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে চাঁদপাড়ায় সিপিএমের পথসভা

নীরেশ ভৌমিক : কেন্দ্রের জনবিরোধী বাজেটের প্রতিবাদে আন্দোলনে নামল এরাজ্যের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। গত ৫ ফেব্রুয়ারি গাইঘাটার প্রাণকেন্দ্র চাঁদপাড়া বাজারে সভা করে সিপিআইএম এর গাইঘাটা পূর্ব এরিয়া কমিটির নেতৃবৃন্দ।

এদিন অপরাহ্ণে চাঁদপাড়া বাজারের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় দলের বিশিষ্ট বক্তা ও নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রবীণ সিপিএম নেতা কপিল ঘোষ, স্বপন ঘোষ, শিক্ষক প্রশান্ত দাস ও যুব নেতৃত্ব ময়ূখ মন্ডল প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা চিত্ত বিশ্বাস, শিক্ষক প্রবীর বিশ্বাস, তাপস শিকদার, নিখিল চন্দ, দলীয় পঞ্চায়েত সদস্য শতদল দেব প্রমূখ।নেতৃবৃন্দ বলেন এবারের বাজেট কৃষক ও শ্রমিকদের বিরোধী।

কৃষক, ক্ষেতমজুর ও ১০০ দিনের কাজ এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোন দিশা নেই। মাসে লক্ষাধিক টাকা রোজগেরে সরকারি কর্মীদেরই স্বার্থ শুধু বেশি করে দেখা হয়েছে। এই বাজেট কৃষক, শ্রমিক ক্ষেতমজুর ও বেকারদের স্বার্থরক্ষা হয়নি।

সাধারণ মানুষের স্বার্থে এবং দিশাহীন এই বাজেটের বিরুদ্ধে তারা তাদের আন্দোলন জারি রাখবেন বলে নেতৃবৃন্দ জানান। এদিনের সভায় জনসমাগম হয়েছিল ভালোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *