খেলাজেলার খবর

খেলা হবে দিবসে গাইঘাটায় চ্যাম্পিয়ন ফুলসরা গ্রাম পঞ্চায়েত, উচ্ছ্বাস অঞ্চল বাসীর

নীরেশ ভৌমিক : খেলা হবে দিবসে গাইঘাটায় মহাসমারোহে অনুষ্ঠিত হয় ১৬ দলীয় আকর্ষণীয় এক ফুটবল টুর্নামেন্ট। ঠাকুরনগর পিআর ঠাকুর কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টে ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত ছাড়াও গাইঘাটা থানার পুলিশ টিম এবং গাইঘাটা ব্লক ও পঞ্চায়েত সমিতির টিম খেলায় অংশগ্রহণ করে।

সন্ধ্যার সন্ধিক্ষণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের খেলায় ফুলসরা জিপির টিম গাইঘাটা থানা টিমের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। নির্দিষ্ট সময়ে এবং টাইব্রেকেও খেলা অমিমাংসিত থাকে। পরিশেষে টসে জয়ী হয়ে ফুলসরা গ্রাম পঞ্চায়েত টিম টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে।

পঞ্চায়েত প্রধান টুসি রায় সেন তার টিমের সকল খেলোয়াড়’গণকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ জানান, চূড়ান্ত পর্বের খেলায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে যথাক্রমে সুদৃশ্য ট্রপি ও ১০ হাজার ও ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়া সেরা খেলোয়াড় সহ বিভিন্ন দিকে সেরা ফুটবলারদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। খেলায় সেরা গোলকিপারের পুরস্কার লাভ করেন ফুলসরা গ্রাম পঞ্চায়েতের কৃষি সঞ্চালক পিনাকী মন্ডল। পঞ্চায়েত প্রধান টুসি রায় সেন ট্রপি সহ পঞ্চায়েতে ফিরে এলে এই বিরাট জয়ের সংবাদে অঞ্চলবাসী’গণ আনন্দ উৎসবে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *