গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থের উদ্যোগে পালিত হল বিশ্ব জলবায়ু ধর্মঘট ও বৃক্ষ রোপন কর্মসূচী
নীরেশ ভৌমিক : ১৫ ই সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন করল গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থ। প্রাকৃতিক দুর্যোগের কারণে সংস্থার প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টির মধ্যেই সংস্থার মহলা কক্ষে পালিত হলো বিশ্ব জলবায়ু ধর্মঘট ও বৃক্ষ রোপন কর্মসূচী।
সংস্থার মহিলা সদস্যরা প্লাকার্ড হাতে নিয়ে বিশ্বের সকলের মানুষের কাছে বার্তা পাঠায় ,এভাবে নয়, প্রকৃতির এই দুঃসময়ে আমরাই দায়ী। এ ব্যবস্থা আমাদের পাল্টাতে হবে।
সমস্ত ছোট ছোট শিশুরা বৃক্ষরোপণের মাধ্যমে আজকের এই জলবায়ু ধর্মঘটে সামিল হন, সঙ্গে ছিল মহিলা ও পুরুষ সদস্য রা। সংস্থার কর্ণধার অনিমেষ বসাক বলেন প্রকৃতির- জলবায়ুর এই খামখেয়ালিপনার জন্য আমরাই দায়ী,
এখনো সময় আছে আমাদেরকে পরিবর্তিত হতে হবে, চারিদিকে গাছ লাগিয়ে সবুজায়ের করতে হবে, আমরা অঙ্গীকারবদ্ধ আমরা গাছ লাগিয়ে চলেছি আপনারও আসুন আমাদের সঙ্গে সামিল হন,
বছরে অন্তত একটি করে গাছ লাগান, তাতেই পৃথিবী সবুজে পরিপূর্ণ হবে ,অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, আমাদের আগামী প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারবে।
সবশেষে গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থ, প্রযোজিত নাটক “হিজল ভাই শিমুল বোন” পরিবেশিত হল। নাটককার মৃনাল কান্তি দাশ, পরিচালনায় বিশ্বনাথ ভট্টাচার্য, সামগ্রিক পরিকল্পনাওসৃজনে অনিমেষ বসাক।