জেলার খবরসর্ম্বধনাস্বাস্থ্য

গাইঘাটা ব্লকে রক্ত দিলেন বিডিও এবং এসডিও সাহেব

নীরেশ ভৌমিক : ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচী চলাকালীন সময়ে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে গাইঘাটা ব্লকের নির্বাচনী দফতর।

গত ২৯ নভেম্বর ব্লকের ভারপ্রাপ্ত নির্বাচন আধিকারিক তন্ময় বিশ্বাস ও সহকর্মীদের উদ্যোগে এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

ব্লকের সৃষ্টি হলে এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ও বিডিও নীলাদ্রি সরকার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাপী দাস,

জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস প্রমুখের কন্ঠে কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্য দিয়ে মঙ্গলদ্বীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন হয়।

প্রথম রক্ত দাতাদের প্রস্ফুটিত গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন সভাপতি ইলা দেবী ও বিডিও শ্রী সরকার।

রক্তদান উৎসবকে সার্থক করে তুলতে ব্লকের কর্মী’গণ ছাড়াও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মী ও বুথলেভেল কর্মীগণও রক্তদানে অংশ গ্রহণ করেন।

রক্তদাতা ও উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসেন বনগ্রাম মহকুমা প্রশাসক উর্মি দে বিশ্বাস, ছিলেন ব্লকের জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ার খাঁন সাহেব।

মহাকুমা শাসক শ্রীমতি দে বিশ্বাস ও খাঁন সাহেব ছাড়াও এদিনের শিবিরে বিগত বছরের মত এবারও রক্ত দান করেন ব্লকের বিডিও নীলাদ্রি বাবু। সকলেই আধিকারিকগণ’কে স্বাগত জানান।

কলকাতার ভরুকা ব্লাড সেন্টারের চিকিৎসক ও কর্মীগণ এদিন মোট ৬৩ জন রক্ত দাতার রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট।

সকল রক্ত দাতাকে ব্যাজ ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতা এবং ব্লকের উপস্থিত সকল কর্মী ও আধিকারিকগণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *